ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

পিছিয়ে গেল বাংলাদেশ দলের দুবাই যাত্রা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শেষে আজ শনিবার দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সেই সূচি বদলে গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একদিন পর দুবাই যাত্রা করবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ দল একদিন পর দুবাই যাত্রা করবে। কারণ করোনা ভাইরাস ইস্যুতে সতর্ক অবস্থান নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ, ওমান ও শ্রীলঙ্কা দলকে একসঙ্গে চার্টার্ড বিমানে দুবাই নিতে চায় আইসিসি। এজন্যই একদিন পিছিয়ে রোববার ওমান ছেড়ে দুবাই যাত্রা করবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে গত ৩ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে তিন দিন অনুশীলন করে দলটি। এরপর গত শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সফরকারীরা। সেই ম্যাচে লিটন দাসের অধিনায়ত্বে বিশাল জয়ও পায় বাংলাদেশ একাদশ।

এদিকে নতুন সূচি অনুযায়ী, রোববার দুবাইয়ে গিয়ে একদিন অনুশীলন করে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা শেষে পরদিন আবার তারা ওমানে ফিরে যাবে তারা। রোববারই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।

ওমানে ফিরে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ। এরপর ১৯ অক্টোবর ও ২১ অক্টোবর যথাক্রমে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহবাহিনী।

প্রথম পর্ব পার হলে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ফলে ওমান থেকে বাংলাদেশ দলকে আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

পিছিয়ে গেল বাংলাদেশ দলের দুবাই যাত্রা

আপডেট সময় ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শেষে আজ শনিবার দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সেই সূচি বদলে গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একদিন পর দুবাই যাত্রা করবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ দল একদিন পর দুবাই যাত্রা করবে। কারণ করোনা ভাইরাস ইস্যুতে সতর্ক অবস্থান নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ, ওমান ও শ্রীলঙ্কা দলকে একসঙ্গে চার্টার্ড বিমানে দুবাই নিতে চায় আইসিসি। এজন্যই একদিন পিছিয়ে রোববার ওমান ছেড়ে দুবাই যাত্রা করবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে গত ৩ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে তিন দিন অনুশীলন করে দলটি। এরপর গত শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সফরকারীরা। সেই ম্যাচে লিটন দাসের অধিনায়ত্বে বিশাল জয়ও পায় বাংলাদেশ একাদশ।

এদিকে নতুন সূচি অনুযায়ী, রোববার দুবাইয়ে গিয়ে একদিন অনুশীলন করে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা শেষে পরদিন আবার তারা ওমানে ফিরে যাবে তারা। রোববারই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।

ওমানে ফিরে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ। এরপর ১৯ অক্টোবর ও ২১ অক্টোবর যথাক্রমে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহবাহিনী।

প্রথম পর্ব পার হলে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ফলে ওমান থেকে বাংলাদেশ দলকে আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে।