আকাশ জাতীয় ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে হাবিলদার ইসলাম হাবিল (২৫) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হাবিল উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের মোফাল হোসেনের ছেলে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নবম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে প্রাইভেট পড়াত হাবিল। অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ডাকে হাবিল। পরে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। গত শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর পিতা থানায় এজাহার দাখিল করলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তৎক্ষনাৎ হাবিলকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার এসআই শাহনেওয়াজ। তিনি জানান, গ্রেফতারকৃত হাবিলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























