ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টায় শুনানি শেষ হয়।

জানা যায়, কুমিল্লার চান্দিনার জোয়াগে গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর একটি ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা অনুমতিতে অবস্থান করাসহ বক্তব্য রাখেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাকে আদালতে নেওয়া হয়েছে।

তার সঙ্গে হাজিরা দিতে আসেন খালেদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনিও এ মামলার আসামি। সেখানে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি করেন। কুমিল্লা আদালতের ভারপ্রাপ্ত পিপি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মামুনুল হক ওই সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। তার নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

আপডেট সময় ০১:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টায় শুনানি শেষ হয়।

জানা যায়, কুমিল্লার চান্দিনার জোয়াগে গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর একটি ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা অনুমতিতে অবস্থান করাসহ বক্তব্য রাখেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাকে আদালতে নেওয়া হয়েছে।

তার সঙ্গে হাজিরা দিতে আসেন খালেদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনিও এ মামলার আসামি। সেখানে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি করেন। কুমিল্লা আদালতের ভারপ্রাপ্ত পিপি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মামুনুল হক ওই সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। তার নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।