ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় কাটা পড়ল যুবকের কব্জি

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কন্দ্রে করে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। তাদের মধ্যে প্রতিপক্ষের হামলায় একজনের হাতের কব্জি কাটা পড়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের ইব্রাহিম মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বুড়িরচর ৮নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান, গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর, হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন, সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল, ইউছুফের ছেলে আমির হামজাসহ ১১জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন রবিবার সন্ধ্যার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলামের লোকজন পথসভা করার উদ্দেশ্যে সাগরিয়া বাজারের দিকে আসছিল। ইব্রাহিম মার্কেট এলাকায় পৌঁছলে তাতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পূর্ব নির্ধারিত পথসভা যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক উল্যার সমর্থকরা তাতে হামলা চালায়। হামলাকারীরা আমার সমর্থক জহির উদ্দিন বাবরের হাতের কব্জি কেটে দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে ঘটনায় কেউ থানায় এখনও অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় কাটা পড়ল যুবকের কব্জি

আপডেট সময় ১২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কন্দ্রে করে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। তাদের মধ্যে প্রতিপক্ষের হামলায় একজনের হাতের কব্জি কাটা পড়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের ইব্রাহিম মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বুড়িরচর ৮নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান, গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর, হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন, সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল, ইউছুফের ছেলে আমির হামজাসহ ১১জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন রবিবার সন্ধ্যার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলামের লোকজন পথসভা করার উদ্দেশ্যে সাগরিয়া বাজারের দিকে আসছিল। ইব্রাহিম মার্কেট এলাকায় পৌঁছলে তাতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পূর্ব নির্ধারিত পথসভা যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক উল্যার সমর্থকরা তাতে হামলা চালায়। হামলাকারীরা আমার সমর্থক জহির উদ্দিন বাবরের হাতের কব্জি কেটে দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে ঘটনায় কেউ থানায় এখনও অভিযোগ করেনি।