আকাশ স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি সংস্করণে লাল-সবুজের জার্সিতে ১৪ ম্যাচ খেলা শেখ মেহেদি হাসান ইতিমধ্যে হয়ে উঠেছেন টাইগার ক্রিকেটের অন্যতম সদস্য। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ছিলেন এই অফ স্পিনার। ব্যাটিংয়ে দলকে সাহায্য করার পাশাপাশি বোলিংয়েও ছিলেন কৃপণ। তবে দেশের মাটিতে দারুণ ইকোনমিতে বল করতে পারলেও বিদেশে সেখানে খুব খরুচে মেহেদি। এমন অবস্থা থেকে উন্নতি চান তিনি। ভালো উইকেট বা বিদেশেও ভালো বল করে দলকে সাহায্য করতে চান টাইগারদের তরুণ এই অলরাউন্ডার।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মেহেদি বলেন, ‘আলাদা কন্ডিশনে খেলতে গেলে মাইন্ড সেটআপ খুব গুরুত্বপূর্ণ। আবহাওয়াও থাকে আলাদা। সেক্ষেত্রে মানিয়ে নিতে হলে অবশ্যই অনেক বুদ্ধি করে বল করতে হবে। অফ স্পিনার হিসেবে পাওয়ার প্লেতে ও পাওয়ার প্লে-র পর বল করতে হয়। অন্য দেশে খেলতে গেলে ডানহাতি ব্যাটসম্যান থাকলে ডানহাতি অফ স্পিনার পেলে চান্সটা বেশি নেয়। সেখানেই উন্নতির চেষ্টা করছি।’
তবে ঘরের মাঠে ওভারপ্রতি ৬.৪৬ রান দেওয়া মেহেদি বিদেশের মাটিতে ১০.৮১ রেটে রান খরচ করে। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে চান টাইগার অফস্পিনিং অলরাউন্ডার। ‘ভালো উইকেটে কিভাবে নিজেকে পরিপূর্ণভাবে ওভারকাম করা যায় এবং ওখানটায় উন্নতি করা যায়, সেই চেষ্টাই করছি। এমনকি দেশের মাটিতেও অনেক উন্নতির জায়গা আছে, যেখানে আরও ভালো করতে পারি। আমার ইচ্ছা, দিন দিন আমি আরও উন্নতি করতে চাই।’
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অন্যতম সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করা মেহেদি বিশ্বকাপের জন্য কষছে ভিন্ন পরিকল্পনা। ‘ভিন্ন দেশে খেলতে গেলে ভিন্ন পরিকল্পনার প্রয়োজন। বাংলাদেশে যেরকম, অন্যদেশে একরকম নয়। এক্ষেত্রে পরিকল্পনা আছে। সেক্ষেত্রে আমাদের কোচিং প্যানেলে যে স্পিন কোচ ও প্রধান কোচ আছেন, তারা অনেক সহায়তা করেন।’
যেকোনো উইকেট কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা নিয়েই রাখেছেন ডানহাতি এই স্পিনার। নিজের উন্নতির দিকে চোখ রাখা মেহেদি বলেন, ‘এখানে কোনো অজুহাতের জায়গা নেই। এখানে আপনি ভালো করতে পারলে দিনশেষে দলের ভালো হবে। চ্যালেঞ্জ নিতে গেলে সব জায়গায় ভালো করার বিকল্প নাই। উন্নতি করতেই হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























