আকাশ স্পোর্টস ডেস্ক:
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের টেস্ট পারফরম্যান্সে সন্তুষ্ট নন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক।
তার মতে, বাবরের মত ব্যাটসম্যানদের নিয়মিতই সেঞ্চুরি হাঁকানো উচিত। এ ক্ষেত্রে বাবরকে দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলমকে অনুসরণ করতে বলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাক অধিনায়কের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা ইনজামাম।
নিজের ইউটিউব চ্যানেলে ‘মুলতানের সুলতান’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দেখছি, বাবর আজম কোনো সেঞ্চুরি করেনি। সে এমন একজন খেলোয়াড় যাকে আমরা নিয়মিত রান ও সেঞ্চুরি করতে দেখতে ভালোবাসি। তার সেঞ্চুরি নিয়মিতই করা উচিত। কারণ এখন সে ফর্মের চূড়ায় রয়েছে। বিশেষ করে আমি ৭০-৮০ রানে বাবরকে আউট হতে দেখতে পছন্দ করি না। তাকে অবশ্যই বড় ইনিংস খেলতে হবে এবং দলের অন্য ব্যাটসম্যানদের জন্য রোল মডেল হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইনজামাম আরো বলেন, ‘রিজওয়ান বেশ ভালো খেলছে এবং তারও উচিত বড় ইনিংস খেলা। বড় দলের বিপক্ষে ২০-৩০ রানের ইনিংস কোনো কাজে আসবে না। আমি ফাওয়াদ আলমকে কৃতিত্ব দেব। সে উইকেটে থিতু হলে বড় ইনিংস খেলে। অন্তত তিন অঙ্কে পৌঁছায় সে। এটা অনেক ভালো বিষয়। অন্যদেরও এটা অনুসরণ করা উচিত।’
সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন বাবর। এরপর ১৫ ইনিংস খেলে পাঁচবার পঞ্চাশ পেরিয়েছিলেন। কিন্তু হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটসম্যান।
টেস্ট ক্যারিয়ারে সবমিলিয়ে ৬৩ ইনিংস খেলেছেন বাবর। এর মথ্যে ২৩টি হাফসেঞ্চুরি রয়েছে তার। কিন্তু সেঞ্চুরির সংখ্যা মাত্র ৫টি।
আকাশ নিউজ ডেস্ক 

























