আকাশ স্পোর্টস ডেস্ক:
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের ডি গ্রুপে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোহনবাগান। অলিখিত ফাইনালে জয়ের প্রয়োজন ছিল বসুন্ধরা কিংসের। ম্যাচের প্রথমার্ধেই এক গোলে এগিয়েও যায় কিংস। তবে ৬২ মিনিটে গোল করে সে সুযোগ কেড়ে নেয় মোহনবাগান। এতে অপরাজিত থেকেই এএফসি কাপ মিশন শেষ করলো বসুন্ধরা কিংস।
মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ করে বসুন্ধরা কিংস। গোলের দেখাও পেয়ে যায় তারা। কলকাতার ক্লাব মোহনবাগানের বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা জনাথন ফার্নান্দেস। কিন্তু গোলটা ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের ৬২ মিনিটে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস গোল করে ম্যাচে সমতা আনেন। এতে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে উঠে যায় ভারতীয় ক্লাবটি।
আকাশ নিউজ ডেস্ক 
























