আকাশ জাতীয় ডেস্ক:
আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের কাঁচ ভেঙে ইউপি চেয়ারম্যানসহ ছয়জন আহত হয়েছেন।
রবিবার বেলা ৩টার দিকে আশুলিয়ার বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠান শেষ হতেই নেতাকর্মীরা খাবার নিয়ে মেতে উঠেন হুড়োহুড়িতে। এতে কমিউনিটি সেন্টারের দরজার কাঁচ ভেঙে পড়ে আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ অন্তত ছয়জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানান নেতাকর্মীরা। এ সময় ভাঙা কাঁচের আঘাতে আহত হয়েছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ ছয়জন।
আহত পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘গেটের সামনে অনেক ভিড় ছিল। আমি একটু সাইডে ছিলাম। আমার সামনে ইমতিয়াজ। সবার সামনে গেট। আমি বুঝলাম না কিছু, দেখিও নাই। উপর থাইকা কাঁচ ভাইঙ্গা একটা খণ্ড আমার পায়ের ওপর সজোরে আঘাত করে। আমার স্যান্ডেলের ফিতা ছিল দেইখা বাঁচছি। না হলে তো খণ্ড হইয়া যাওয়ার কথা।’
পাথালিয়া ইউনিয়নের মেম্বার শফিউল আলম সোহাগ বলেন, ‘গাদাগাদিতে কাঁচ ভেঙে গেছে আরকি। আমাগো চেয়ারম্যান সাহেবের পা কাটছে। হ্যারে হাসপাতালে নিয়া ট্রিটমেন্ট দেওয়া হইছে। আর তেমন কারও কিছু হয় নাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এলাহী কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘অনেক চাপাচাপি হইছে। আয়োজন আছিলো এক হাজারের। মানুষ হইছে দুই হাজার। চাপাচাপিতে দরজার বড় গ্লাসটা ভাইঙ্গা দুই-তিনজনের গায়ে লাগছে। আমার গায়েও লাগছে একটু। পোলাপানতো ভালো না।’
আকাশ নিউজ ডেস্ক 

























