অাকাশ বিনোদন ডেস্ক:
জর্জ এবং আমাল ক্লুনি দম্পতি ৩ হাজার সিরিয়ান শরণার্থী শিশু শিক্ষার্থীকে সাহায্য করবে। জাতিসংঘ জানিয়েছে, ২ লক্ষ সিরিয়ান শরণার্থী শিশু লেবাননে রয়েছে যারা স্কুলে গিয়ে লেখাপড়া করছে না এবং সেখানে ৫ লক্ষ রেজিষ্ট্রেশনভুক্ত উদ্বাস্তু শিশু রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, প্রায় ২ লাখ ৫০ হাজার শরণার্থী শিশু লেবাননে লেখাপড়ার বাইরে রয়েছে। ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত ৩ লাখ ৩ হাজার শিশু সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছে।
আল আরবিয়া পত্রিকার খবরে বলা হয়, ৩ হাজার সিরিয়ান শিশুর শিক্ষার জন্য ২.২৫ মিলিয়ন ডলার অর্থায়ন প্রকল্পের জন্য গুগলের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করবে ক্লুনি ফাউন্ডেশন।
ক্লুনি জানিয়েছেন, সাতটি স্কুলকে সাহায্য করা হবে। যেসব স্কুলে সিরিয়ান উদ্বাস্তু এবং লেবাননের গরীব শিশুরা যায়। এসব স্কুলে কারিগরি পড়ালেখার ব্যাপারেও সাহায্য করা হবে।
এক দম্পতি বলেন, ‘লেবাননে সহস্রাধিক সিরিয়ান উদ্বাস্তু তরুণ ঝুঁকির মধ্যে রয়েছে। ইচ্ছা থাকা সত্বেও তারা সমাজের উৎপাদনশীলতায় অংশ গ্রহণ করতে পারছেন না। প্রযুক্তিগত শিক্ষা পেলে তরুণদের ঝুঁকি মুক্ত হতে সাহায্য করবে।’
ক্লুনি দম্পতি জুলাই মাসে প্রথবারের মতো, জমজ সন্তান(কন্যা এবং পুত্র) জন্ম দিয়েছেন ব্রিটেনে।
আকাশ নিউজ ডেস্ক 






















