আকাশ জাতীয় ডেস্ক:
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার পৃথক দুই মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















