অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মর্টারের গোলার আঘাতে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে রাশিয়ার এক সৈন্য নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা একথা জানায়। খবর এএফপি’র। মন্ত্রণালয় জানায়,মর্টারের গোলার আঘাতে ক্যাপ্টেন নিকোলাই আফানাসভ সিরিয়ার সরকারি একটি সেনা ঘাঁটিতে হঠাৎ নিহত হন।
তিনি সিরিয়ার সামরিক উপদেষ্টা দলের সদস্য ও সৈন্যদের প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণারয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে সিরিয়ার যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।
আকাশ নিউজ ডেস্ক 



















