অাকাশ বিনোদন ডেস্ক:
তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। ঈদ উপলক্ষে এই শিল্পী প্রকাশ করেছিলেন তার নতুন গান ‘না বলা কথা’র চতুর্থ কিস্তি। গানটির মিউজিক্যাল ফিল্ম ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে।
একইভাবে গেল ঈদে প্রকাশ হয়েছে ইলিয়াসের আরও একটি নতুন গান। ‘দিলে যে মানে না’ শিরোনামের গানটিও সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে লিরিক্যিাল ভিডিও আকারে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন এমদাদ সুমন ও সুর-সংগীতায়োজন করেছেন রাহুল মুৎসুদ্দি।
‘মনটা কালা কইরা / যাইস না রে চলিয়া/ কেমন কইরা থাকিস / এই আমারে ভুলিয়া’- এমন কথায় সাজানো গানটি ইলিয়াসের অপ্রকাশিত অ্যালবাম ‘দিলে যে মানে না’-তে থাকবে। সেটি প্রকাশ পাবে শিগগিরিই। সেখানে আরও থাকবে ‘অভিমান’ ও ‘ভালোবাসার টান’ শিরোনামের দুটি গান।
এই গান নিয়ে ইলিয়াস বলেন, ‘গানটির কথাও যেমন চমৎকার এর সুর ও সংগীতও শ্রুতিমধুর। গানটি লিরিক্যালি প্রকাশ হয়েছে ইউটিউবে। তবুও ভালো সাড়া পেয়েছি। ইচ্ছে আছে চমক নিয়ে একটি ভিডিও নির্মাণের।’
গানের গীতিকার ও সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, ‘চেষ্টা করেছি ইলিয়াসের ভক্ত-শ্রোতাদের জন্য ভিন্ন ধাঁচের একটি গান উপহার দিতে। এরিমধ্যে বেশ ভালো সাড়া পেয়েছি।’
আকাশ নিউজ ডেস্ক 

























