ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

চোরের মন পুলিশ পুলিশ, আদালতে যান না খালেদা: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া যদি এতিমদের টাকা মেরে না খেয়ে থাকেন তাহলে পালিয়ে বেড়াবেন কেন? তিনি ১’শ ৪০ বার আদালতে সময় নিয়েছেন। ৩০বার শুধু আদালত বদল করেছেন। উনি আদালতে যেতে সাহস পান না, কারন চোরের মন পুলিশ পুলিশ।

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ম্যানহাটনের টাইমস স্কোয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলের বলরুমে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এবং জামায়াতের চরিত্রের কোন পরিবর্তন নেই। তাদের কাজই হচ্ছে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস। ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে গিয়ে তারা আগুন সন্ত্রাস করছে, পেট্রোল বোমা সন্ত্রাস করেছে। বাসে আগুন, দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, স্কুল পুড়িয়ে দিয়েছে, মসজিদ, মন্দিরেও বোমা মেরেছে।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের মধ্যে এশিয়ার সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ। `প্রবাসী নাগরিক সংবর্ধনা` সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন, `জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়ন আর শান্তির মডেল হয়েছে। `

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আর বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশে দূর্নীতি, স্বজনপ্রীতি, অর্থপাচার ও লুটপাট বেড়ে যায়। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে অর্থ পাচারের দায়ে আদালত ৭ বছরের জেল এবং ২০ কোটি টাকা জরিমানা করেছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কর্তৃক বিদেশে পাচার করা অর্থ আমরা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে এনেছি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আরো আন্তর্জাতিক চাপ দিতে হবে। নির্যাতিত এই মানুষগুলো মিয়ানমারের নেত্রী অং সান সুচির দেশের। বিশ্বে মুসলিমরা মার খাওয়ার কারণ তাদের মধ্যে কোন ঐকমত্য নেই। বাংলাদেশের অনেক সংকট থাকার পরও মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।

শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলাদেশ ধনী দেশ নয়, কিন্তু যদি আমরা ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আরো ৫ অথবা ৭ লাখ মানুষকেও খাওয়াতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করে দেন প্রবাসী নেতাকর্মীদের।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশের শুরুতে শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আগত নেতাকর্মীরাও শুভেচ্ছা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোরের মন পুলিশ পুলিশ, আদালতে যান না খালেদা: শেখ হাসিনা

আপডেট সময় ০২:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া যদি এতিমদের টাকা মেরে না খেয়ে থাকেন তাহলে পালিয়ে বেড়াবেন কেন? তিনি ১’শ ৪০ বার আদালতে সময় নিয়েছেন। ৩০বার শুধু আদালত বদল করেছেন। উনি আদালতে যেতে সাহস পান না, কারন চোরের মন পুলিশ পুলিশ।

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ম্যানহাটনের টাইমস স্কোয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলের বলরুমে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এবং জামায়াতের চরিত্রের কোন পরিবর্তন নেই। তাদের কাজই হচ্ছে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস। ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে গিয়ে তারা আগুন সন্ত্রাস করছে, পেট্রোল বোমা সন্ত্রাস করেছে। বাসে আগুন, দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, স্কুল পুড়িয়ে দিয়েছে, মসজিদ, মন্দিরেও বোমা মেরেছে।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের মধ্যে এশিয়ার সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ। `প্রবাসী নাগরিক সংবর্ধনা` সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন, `জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়ন আর শান্তির মডেল হয়েছে। `

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আর বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশে দূর্নীতি, স্বজনপ্রীতি, অর্থপাচার ও লুটপাট বেড়ে যায়। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে অর্থ পাচারের দায়ে আদালত ৭ বছরের জেল এবং ২০ কোটি টাকা জরিমানা করেছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কর্তৃক বিদেশে পাচার করা অর্থ আমরা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে এনেছি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আরো আন্তর্জাতিক চাপ দিতে হবে। নির্যাতিত এই মানুষগুলো মিয়ানমারের নেত্রী অং সান সুচির দেশের। বিশ্বে মুসলিমরা মার খাওয়ার কারণ তাদের মধ্যে কোন ঐকমত্য নেই। বাংলাদেশের অনেক সংকট থাকার পরও মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।

শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলাদেশ ধনী দেশ নয়, কিন্তু যদি আমরা ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আরো ৫ অথবা ৭ লাখ মানুষকেও খাওয়াতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করে দেন প্রবাসী নেতাকর্মীদের।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশের শুরুতে শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আগত নেতাকর্মীরাও শুভেচ্ছা বক্তব্য দেন।