অাকাশ জাতীয় ডেস্ক:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন আন্তর্জাতিক মহল তৎপর হয়ে উঠেছে তখন বিএনপি-জামায়াত সেটিকে বানচাল করতে কূটরাজনীতিতে লিপ্ত হয়েছেন। এরা জাতী, রাষ্ট্র ও রোহিঙ্গার শত্রু। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয়’ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব দরবারে শেখ হাসিনা দক্ষতার পরিচয় দিয়েছেন। এ সংকট দ্বিপাক্ষিক সম্ভব নয়, তাই বাংলাদেশ জাতিসংঘ ও মিয়ানমারের ত্রিপাক্ষিক সমন্বয়ে আওয়ামী লীগ সরকার স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংসদ সদস্য শিরীন আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আক্তার, জাসদের স্থায়ী সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অ্যাড. হাবিবুর রহমান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















