ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

বাংলাদেশের বিপক্ষে লড়তে জিম্বাবুয়ে দলে তিন নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এতে রয়েছে একটি টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে লড়তে এই দলে জায়গা দেয়া হয়েছে তিনজন নতুন ক্রিকেটারকে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। সেই লক্ষ্যে ইতোমধ্যেই দল ঘোষণার পর রবার্ট মুগাবের দেশে পাড়ি জমিয়েছে তামিমরা। বাংলাদেশের পর এবার দল ঘোষণা করেছে স্বাগতিকরাও। দলের তিন নতুন তারকা হলেন- টাকুদজওয়ানশে কাইটানো, ডিওন মেয়ার্স ও কিপার-ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি।

১৯ বছর বয়সী মেয়ার্স এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ৫টি। ৩২.৬৬ গড়ে একটি সেঞ্চুরিতে করেছেন ২৯৪ রান। গত মাসে দেশের মাটিতে জিম্বাবুয়ে ‘এ’দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে একমাত্র ইনিংসে করেন ৬৯ রান। ওই ম্যাচেই দুই ইনিংসে কাইটানো করেন কেবল ১৪ ও ১১ রান। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান সব মিলিয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২১টি। ২৪.৯১ গড়ে করেছেন ৮৭২ রান। সর্বোচ্চ ইনিংস ৯২।

এছাড়া ২৫ বছর বয়সী গাম্বি এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৪টি। রান করেছেন এক হাজার ৭১৪। গড় ২৪.৮৪। সেঞ্চুরি আছে দুটি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ‘এ’দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

এদিকে দলে ফিরেছেন অধিনায়ক শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, টেন্ডাই চাতারা ও টিমিসেন মারুমা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা।

জিম্বাবুয়ের ২০ সদস্যের টেস্ট দল :

শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, চিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গি, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই চাতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে লড়তে জিম্বাবুয়ে দলে তিন নতুন মুখ

আপডেট সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এতে রয়েছে একটি টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে লড়তে এই দলে জায়গা দেয়া হয়েছে তিনজন নতুন ক্রিকেটারকে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। সেই লক্ষ্যে ইতোমধ্যেই দল ঘোষণার পর রবার্ট মুগাবের দেশে পাড়ি জমিয়েছে তামিমরা। বাংলাদেশের পর এবার দল ঘোষণা করেছে স্বাগতিকরাও। দলের তিন নতুন তারকা হলেন- টাকুদজওয়ানশে কাইটানো, ডিওন মেয়ার্স ও কিপার-ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি।

১৯ বছর বয়সী মেয়ার্স এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ৫টি। ৩২.৬৬ গড়ে একটি সেঞ্চুরিতে করেছেন ২৯৪ রান। গত মাসে দেশের মাটিতে জিম্বাবুয়ে ‘এ’দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে একমাত্র ইনিংসে করেন ৬৯ রান। ওই ম্যাচেই দুই ইনিংসে কাইটানো করেন কেবল ১৪ ও ১১ রান। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান সব মিলিয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২১টি। ২৪.৯১ গড়ে করেছেন ৮৭২ রান। সর্বোচ্চ ইনিংস ৯২।

এছাড়া ২৫ বছর বয়সী গাম্বি এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৪টি। রান করেছেন এক হাজার ৭১৪। গড় ২৪.৮৪। সেঞ্চুরি আছে দুটি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ‘এ’দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

এদিকে দলে ফিরেছেন অধিনায়ক শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, টেন্ডাই চাতারা ও টিমিসেন মারুমা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা।

জিম্বাবুয়ের ২০ সদস্যের টেস্ট দল :

শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, চিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গি, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই চাতারা।