ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা দেওয়ার কথা বলে ইব্রাহীম নামে এক চাল ব্যবসায়ীকে অপহরণ করার ২৪ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে আড়াইহাজার চৌধুরীপাড়া এলাকার আবু দাইয়ান এর ৫তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক অপহরণকারীরা।

আড়াইহাজার থানা পুলিশ ও ইব্রাহিমের স্বজনরা জানান, গত মঙ্গলবার দুপুরে ইলুমদী কান্দাপাড়া এলাকার এনামুল (২৫) পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে চাল ব্যবসায়ী ইব্রাহিমকে ফোন করে আড়াইহাজার বাজারে আসতে বলে। ইব্রাহিম বাজারের ফলপট্টিতে আসলে এনামুল তাকে নিয়ে আড়াইহাজার চৌধুরীপাড়া এলাকায় আবু দাইয়ানের ৫তলা ভবনের নিচতলায় একটি খালি কক্ষে নিয়ে যায়।

সেখানে আগে থেকে আরও ৭/৮ জন যুবক ছোরা ও লাঠি নিয়ে অবস্থান করছিল। এনামুলসহ কক্ষে থাকা যুবকরা ইব্রাহিমকে দুই হাত, দুই পা, কোমর, বুকে পেটে মোটা দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলে। তার মুখে সাদা স্কচটেপ লাগিয়ে লাঠি দিয়ে পিটায় ওই যুবকরা। এতে ইব্রাহিম অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে এনামুলসহ যুবকরা কক্ষে তালা লাগিয়ে চলে যায়।

মঙ্গলবার রাতে কক্ষটি থেকে মানুষের গোঙানী শুনতে পেয়ে ওই কক্ষের পাশের ভাড়াটিয়ারা বাড়ির মালিক আবু দাইয়ানকে জানালেও বাড়ির মালিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরে বুধবার দুপুরে স্থানীয় লোকজন শব্দ শুনতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বুধবার দুপুর ২টার দিকে ওই ভবনের নিচতলার বাসার দরজার তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় চাল ব্যবসায়ী ইব্রাহিমকে উদ্ধার করে।

ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে ইব্রাহিমকে খুঁজে না পাওয়ায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় মঙ্গলবার রাতে তিনি আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি জানান, অপহরণকারী এনামুল তার ভাইয়ের কাছ থেকে বিভিন্ন সময়ে ১ লাখ টাকার বেশী ধার নিয়েছিল। ব্যবসায়ী ইব্রাহীম স্থানীয় ইলুমদী বাজারের একজন চাল ব্যবসায়ী।

এদিকে ভবনের মালিক আবু দাইয়ান জানান, দুই দিন আগে এনামুল নামে এক যুবক ওই কক্ষটি ভাড়া নিবে বলে ওই কক্ষের চাবি নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

আপডেট সময় ০৯:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা দেওয়ার কথা বলে ইব্রাহীম নামে এক চাল ব্যবসায়ীকে অপহরণ করার ২৪ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে আড়াইহাজার চৌধুরীপাড়া এলাকার আবু দাইয়ান এর ৫তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক অপহরণকারীরা।

আড়াইহাজার থানা পুলিশ ও ইব্রাহিমের স্বজনরা জানান, গত মঙ্গলবার দুপুরে ইলুমদী কান্দাপাড়া এলাকার এনামুল (২৫) পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে চাল ব্যবসায়ী ইব্রাহিমকে ফোন করে আড়াইহাজার বাজারে আসতে বলে। ইব্রাহিম বাজারের ফলপট্টিতে আসলে এনামুল তাকে নিয়ে আড়াইহাজার চৌধুরীপাড়া এলাকায় আবু দাইয়ানের ৫তলা ভবনের নিচতলায় একটি খালি কক্ষে নিয়ে যায়।

সেখানে আগে থেকে আরও ৭/৮ জন যুবক ছোরা ও লাঠি নিয়ে অবস্থান করছিল। এনামুলসহ কক্ষে থাকা যুবকরা ইব্রাহিমকে দুই হাত, দুই পা, কোমর, বুকে পেটে মোটা দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলে। তার মুখে সাদা স্কচটেপ লাগিয়ে লাঠি দিয়ে পিটায় ওই যুবকরা। এতে ইব্রাহিম অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে এনামুলসহ যুবকরা কক্ষে তালা লাগিয়ে চলে যায়।

মঙ্গলবার রাতে কক্ষটি থেকে মানুষের গোঙানী শুনতে পেয়ে ওই কক্ষের পাশের ভাড়াটিয়ারা বাড়ির মালিক আবু দাইয়ানকে জানালেও বাড়ির মালিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরে বুধবার দুপুরে স্থানীয় লোকজন শব্দ শুনতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বুধবার দুপুর ২টার দিকে ওই ভবনের নিচতলার বাসার দরজার তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় চাল ব্যবসায়ী ইব্রাহিমকে উদ্ধার করে।

ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে ইব্রাহিমকে খুঁজে না পাওয়ায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় মঙ্গলবার রাতে তিনি আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি জানান, অপহরণকারী এনামুল তার ভাইয়ের কাছ থেকে বিভিন্ন সময়ে ১ লাখ টাকার বেশী ধার নিয়েছিল। ব্যবসায়ী ইব্রাহীম স্থানীয় ইলুমদী বাজারের একজন চাল ব্যবসায়ী।

এদিকে ভবনের মালিক আবু দাইয়ান জানান, দুই দিন আগে এনামুল নামে এক যুবক ওই কক্ষটি ভাড়া নিবে বলে ওই কক্ষের চাবি নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।