আকাশ জাতীয় ডেস্ক:
তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তুরাগ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, ৩/৪ দিন আগে যুবকটির মৃত্যু হয়েছে। এরপর থেকেই নদীতে ভাসমান অবস্থায় আছে লাশটি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, লাশটি নৌ-পুলিশের আওতাধীন হাওয়ায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























