অাকাশ নিউজ ডেস্ক:
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চগুলোতে বিনিয়োগ করতে স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি আজকারাটে বুধবার শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে স্পেনের বিনিয়োগ আহ্বান করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, “দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।”
বাংলাদেশ-স্পেনের ‘ভাল সম্পর্কের’ কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তা আরো গতিশীল করার ইচ্ছার কথা জানান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে স্পেন গুরুত্ব দেয় মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমরা বাণিজ্য করছি। দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সম্পর্কটাকে আরো গতিশীল করতে চাই।” শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নতি হয়েছে তার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, “আপনি বিশ্বের জন্য দৃষ্টান্ত।” চট্টগ্রামে তাদের কনস্যুলেট অফিস খুলতে চাওয়ার কথাও জানান রাষ্ট্রদূত। স্পেনের রাষ্ট্রদূত জানান, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ স্প্যানিস ভাষায় অনুবাদ করা হয়েছে। এজন্য ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু স্প্যানিস ভাষাকে মিষ্টি ভাষা বলতেন।” তিনি সংক্ষেপে বাংলাদেশ সৃষ্টির জন্য বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস এবং তিনি কারাগারে থাকার সময় তার মা কিভাবে পরিবার ও দলকে দেখাশোনা করতেন তা তুলে ধরেন।
বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্ধস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন তখন স্পেনের ‘সহযোগিতামূলক’ ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অন্যদের মধ্যে এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন। পরে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। এসময় তথ্য কমিশনের ২০১৬ সালের কার্ষিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে।”
প্রধানমন্ত্রী তাদের কাজের প্রশংসা করে আরো তথ্য কমিশনকে আরো গতিশীল করার ওপরড় গুরুত্ব দেন।