আকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার চান্দিনায় দুই বছর প্রেমের পর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী (২০)। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছেন ওই তরুণী।
প্রেমিক চান্দিনার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের প্রবাসী আবু ইউসুফের ছেলে সালাউদ্দিন (২৫) ও প্রেমিকা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চরকিস্তাপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে তাদের। ওই পরিচয়ের সূত্রে ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা দুজন ঢাকায় সাক্ষাত করে। সম্প্রতি প্রেমিক সালাউদ্দিন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় বুধবার প্রেমিকের বাড়িতে আসেন ওই তরুণী।
ওই তরুণী বলেন, আমাকে ঢাকায় এনে তার এক বন্ধুর বাসায় স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি সে আমার ফোন রিসিভ করে না, বিয়ে করতেও রাজি না। আমাকে বিয়ে না করলে আমি তার বাড়িতেই আত্মহত্যা করব।
প্রেমিক সালাউদ্দিন বলেন, তার সঙ্গে আমার প্রেম হয়, দেখা-সাক্ষাতও হয়। কিন্তু বিয়ে করিনি বা কোনো দৈহিক সম্পর্কও হয়নি। আমাকে বিপাকে ফেলতেই সে আমার বাড়িতে এসে ঝামেলা করছে।
ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুল মতিন মাস্টার জানান, মেয়ের অভিভাবকদের খবর দিয়েছি। তারা আসলে সামাজিক রীতিনীতি মেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল বাশার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মেয়েটি এখন ছেলের বাড়িতেই আছে। পরিবারের লোকজন ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস দেওয়ায় বিষয়টি আমাদের নজরেই আছে। নিয়মিত যোগাযোগ রাখছি।
আকাশ নিউজ ডেস্ক 
























