ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

স্ত্রীর মুখ ঢেকে ছবি পোস্ট নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ইরফান

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠের মধ্যে দাঁড়িয়ে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। তার কাঁধের ওপরে বসে ছেলে। পাশে স্ত্রী সাফা বেইগ। সাফার মুখের মাস্ক খোলা। হাতে ধরে রয়েছেন মাস্কটি। তবে ছবিতে সাফার মুখের ওপর এডিট করে কৃত্রিমভাবে মাস্ক এঁকে দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়েছে। তাই চোখ আর অবয়ব ছাড়া ইরফানের স্ত্রীকে চেনার জো নেই।

সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করে তুমুল সমালোচনার শিকার হয়েছেন ইরফান।ছবিটি ঘিরে ইরফানের সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

নেটিজেনদের প্রশ্ন— স্ত্রীকে প্রকাশ্যে আনতে না চাইলে ছবিই বা পোস্ট করলেন কেন ইরফান! আর পোস্ট করলে ছবি এডিট করে স্ত্রীর মুখে কৃত্রিম মাস্ক লাগলেন কেন?

নেটিজেনদের একাংশের দাবি, স্ত্রীর মুখ দেখাতে চান না ইরফান। হিজাব ছাড়া স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেননি স্বয়ং ইরফান!

ধর্মীয় গোঁড়ামির কথা তুলে ধরে অনেকে ইরফানকে জড়িয়ে কটাক্ষ করেন।

ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন তোলপাড় চলছে তখন মুখ খুলতে বাধ্য হলেন ইরফান পাঠান।

৩৬ বছর বয়সি তারকা এক টুইটবার্তায় জানান, ছবিটি তিনি ঝাপসা করেননি, তার স্ত্রী নিজের ইচ্ছাতেই ছবিটি ঝাপসা করে দিয়েছেন।

স্ত্রীকে ‘রানি’ বলে বর্ণনা করে ইরফান পাঠন লিখলেন, ‘আমার ছেলের অ্যাকাউন্ট থেকে আমার রানি একটি ছবি পোস্ট করেছিল। এতে আমি সোশ্যাল মিডিয়ায় ঘৃণা আর ধিক্কারের শিকার হয়েছি। ছবিটি আবার আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছি। স্ত্রী নিজের ইচ্ছায় তার মুখ ঢেকে দিয়েছে। পরিষ্কার করে সবাইকে আমি জানাচ্ছি, আমার স্ত্রী নিজের ইচ্ছেতে ছবিটি ঝাপসা করেছে। আরও একটা জিনিস পরিষ্কার করি, আমি ওর সঙ্গী, ওর মাস্টার নই।’

এর পর স্ত্রীর জীবন তার (স্ত্রী) পছন্দ বলে একটি হ্যাসট্যাগ দেন ইরফান।

উল্লেখ্য, ইসলামের পর্দাপ্রথা যথাযথ মেনে চলেন ইরফান পাঠানের স্ত্রী সাফা বেইগ। এর আগেও অবশ্য বহুবার সোশ্যাল মিডিয়াতে পাঠানের স্ত্রীকে দেখা গেছে। প্রতিবারই হিজাব পরে তিনি প্রকাশ্যে এসেছেন। যে কারণে তার মুখমণ্ডল স্পষ্ট হয়নি কখনও।

আর প্রতিবারই তাকে ও তার স্বামী ইরফানকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবারের ছবিতে যেহেতু হিজাব ছিল না, তাই ছবি পোস্ট করার আগে নিজেই নিজের মুখ অস্পষ্ট করে দিয়েছিলেন সাফা বেইগ।

অন্যবারের মতো এবারও সমালোচনার মুখে পড়েন এ দম্পতি।

তবে এবার এমন বক্তব্য দিয়ে ইরফান জানিয়ে দিলেন যে, তার স্ত্রীর ধর্মীয় আবেগে ও ধর্ম পালনে কখনই বাঁধা হয়ে দাঁড়ান না তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

স্ত্রীর মুখ ঢেকে ছবি পোস্ট নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ইরফান

আপডেট সময় ০৮:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠের মধ্যে দাঁড়িয়ে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। তার কাঁধের ওপরে বসে ছেলে। পাশে স্ত্রী সাফা বেইগ। সাফার মুখের মাস্ক খোলা। হাতে ধরে রয়েছেন মাস্কটি। তবে ছবিতে সাফার মুখের ওপর এডিট করে কৃত্রিমভাবে মাস্ক এঁকে দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়েছে। তাই চোখ আর অবয়ব ছাড়া ইরফানের স্ত্রীকে চেনার জো নেই।

সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করে তুমুল সমালোচনার শিকার হয়েছেন ইরফান।ছবিটি ঘিরে ইরফানের সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

নেটিজেনদের প্রশ্ন— স্ত্রীকে প্রকাশ্যে আনতে না চাইলে ছবিই বা পোস্ট করলেন কেন ইরফান! আর পোস্ট করলে ছবি এডিট করে স্ত্রীর মুখে কৃত্রিম মাস্ক লাগলেন কেন?

নেটিজেনদের একাংশের দাবি, স্ত্রীর মুখ দেখাতে চান না ইরফান। হিজাব ছাড়া স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেননি স্বয়ং ইরফান!

ধর্মীয় গোঁড়ামির কথা তুলে ধরে অনেকে ইরফানকে জড়িয়ে কটাক্ষ করেন।

ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন তোলপাড় চলছে তখন মুখ খুলতে বাধ্য হলেন ইরফান পাঠান।

৩৬ বছর বয়সি তারকা এক টুইটবার্তায় জানান, ছবিটি তিনি ঝাপসা করেননি, তার স্ত্রী নিজের ইচ্ছাতেই ছবিটি ঝাপসা করে দিয়েছেন।

স্ত্রীকে ‘রানি’ বলে বর্ণনা করে ইরফান পাঠন লিখলেন, ‘আমার ছেলের অ্যাকাউন্ট থেকে আমার রানি একটি ছবি পোস্ট করেছিল। এতে আমি সোশ্যাল মিডিয়ায় ঘৃণা আর ধিক্কারের শিকার হয়েছি। ছবিটি আবার আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছি। স্ত্রী নিজের ইচ্ছায় তার মুখ ঢেকে দিয়েছে। পরিষ্কার করে সবাইকে আমি জানাচ্ছি, আমার স্ত্রী নিজের ইচ্ছেতে ছবিটি ঝাপসা করেছে। আরও একটা জিনিস পরিষ্কার করি, আমি ওর সঙ্গী, ওর মাস্টার নই।’

এর পর স্ত্রীর জীবন তার (স্ত্রী) পছন্দ বলে একটি হ্যাসট্যাগ দেন ইরফান।

উল্লেখ্য, ইসলামের পর্দাপ্রথা যথাযথ মেনে চলেন ইরফান পাঠানের স্ত্রী সাফা বেইগ। এর আগেও অবশ্য বহুবার সোশ্যাল মিডিয়াতে পাঠানের স্ত্রীকে দেখা গেছে। প্রতিবারই হিজাব পরে তিনি প্রকাশ্যে এসেছেন। যে কারণে তার মুখমণ্ডল স্পষ্ট হয়নি কখনও।

আর প্রতিবারই তাকে ও তার স্বামী ইরফানকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবারের ছবিতে যেহেতু হিজাব ছিল না, তাই ছবি পোস্ট করার আগে নিজেই নিজের মুখ অস্পষ্ট করে দিয়েছিলেন সাফা বেইগ।

অন্যবারের মতো এবারও সমালোচনার মুখে পড়েন এ দম্পতি।

তবে এবার এমন বক্তব্য দিয়ে ইরফান জানিয়ে দিলেন যে, তার স্ত্রীর ধর্মীয় আবেগে ও ধর্ম পালনে কখনই বাঁধা হয়ে দাঁড়ান না তিনি।