ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

সমালোচনা করে বিপাকে কমল খান, মানহানির মামলা সালমানের

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে খানদের সবাই এক নামে চিনে। আলাদা করে তাদের পরিচয় করিয়ে দিতে হয় না। যেমন শাহরুখ, সালমান, আমির কিংবা সাইফ। তবে নামের শেষে খান থাকলেও খুব একটা জনপ্রিয় নন কমল আর খান। অভিনেতা, সমালোচক, প্রযোজক, লেখক ; নামের শেষে নানা বিশেষণ জুড়ে গেলেও তিনি আলোচনায় বেশি আসেন বিতর্কে জড়িয়ে। এবার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সালমান খানের সঙ্গে। সালমান তার বিরুদ্ধে এরইমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন।

কমল আর খান নিজের ইউটিউব চ্যানেলে এ বছরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন কমল। তার ফল পেলেন হাতে নাতেই। সোমবার আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল খানের কাছে। যেখানে লেখা রয়েছে, বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি হবে। সে তথ্য এবং ছবি টুইট করে কমল জানালেন, আর কোনও দিন সুপারস্টার সালমান খানের ছবি নিয়ে কোনও ভিডিও বানাবেন না।

কমলের কথায়, ‘‘ভাইজান বলেছিলেন, এই ছবি থেকে যা লাভ হবে, তার একটা অংশ কোভিড পরিস্থিতিতে বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। আসলে ছবির নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে ‘রাধে’ ছবি বক্স অফিসে সাফল্যের ছাপ রেখে যেতে পারবে না। তাই মানুষকে ঠকালেন তারা। ছবি মুক্তি পাওয়ার পরে ১০ দিন কেটে গেল, কিন্তু সালমানের তরফে অনুদানের কথা উঠছে না আর।’’

টাকা দেওয়ার লোভ দেখিয়ে সালমান মানুষকে নিজের ছবি দে‌খানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ কমলের। কমলের মতে, ১০০ টাকা দিয়ে ছবি দেখবেন গরিব মানুষ। তার পরে তাদের টাকা থেকেই ১০ টাকা সেই মানুষগুলোর হাতে তুলে দেবেন সালমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

সমালোচনা করে বিপাকে কমল খান, মানহানির মামলা সালমানের

আপডেট সময় ১০:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে খানদের সবাই এক নামে চিনে। আলাদা করে তাদের পরিচয় করিয়ে দিতে হয় না। যেমন শাহরুখ, সালমান, আমির কিংবা সাইফ। তবে নামের শেষে খান থাকলেও খুব একটা জনপ্রিয় নন কমল আর খান। অভিনেতা, সমালোচক, প্রযোজক, লেখক ; নামের শেষে নানা বিশেষণ জুড়ে গেলেও তিনি আলোচনায় বেশি আসেন বিতর্কে জড়িয়ে। এবার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সালমান খানের সঙ্গে। সালমান তার বিরুদ্ধে এরইমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন।

কমল আর খান নিজের ইউটিউব চ্যানেলে এ বছরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন কমল। তার ফল পেলেন হাতে নাতেই। সোমবার আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল খানের কাছে। যেখানে লেখা রয়েছে, বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি হবে। সে তথ্য এবং ছবি টুইট করে কমল জানালেন, আর কোনও দিন সুপারস্টার সালমান খানের ছবি নিয়ে কোনও ভিডিও বানাবেন না।

কমলের কথায়, ‘‘ভাইজান বলেছিলেন, এই ছবি থেকে যা লাভ হবে, তার একটা অংশ কোভিড পরিস্থিতিতে বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। আসলে ছবির নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে ‘রাধে’ ছবি বক্স অফিসে সাফল্যের ছাপ রেখে যেতে পারবে না। তাই মানুষকে ঠকালেন তারা। ছবি মুক্তি পাওয়ার পরে ১০ দিন কেটে গেল, কিন্তু সালমানের তরফে অনুদানের কথা উঠছে না আর।’’

টাকা দেওয়ার লোভ দেখিয়ে সালমান মানুষকে নিজের ছবি দে‌খানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ কমলের। কমলের মতে, ১০০ টাকা দিয়ে ছবি দেখবেন গরিব মানুষ। তার পরে তাদের টাকা থেকেই ১০ টাকা সেই মানুষগুলোর হাতে তুলে দেবেন সালমান।