ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের

সমালোচনা করে বিপাকে কমল খান, মানহানির মামলা সালমানের

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে খানদের সবাই এক নামে চিনে। আলাদা করে তাদের পরিচয় করিয়ে দিতে হয় না। যেমন শাহরুখ, সালমান, আমির কিংবা সাইফ। তবে নামের শেষে খান থাকলেও খুব একটা জনপ্রিয় নন কমল আর খান। অভিনেতা, সমালোচক, প্রযোজক, লেখক ; নামের শেষে নানা বিশেষণ জুড়ে গেলেও তিনি আলোচনায় বেশি আসেন বিতর্কে জড়িয়ে। এবার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সালমান খানের সঙ্গে। সালমান তার বিরুদ্ধে এরইমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন।

কমল আর খান নিজের ইউটিউব চ্যানেলে এ বছরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন কমল। তার ফল পেলেন হাতে নাতেই। সোমবার আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল খানের কাছে। যেখানে লেখা রয়েছে, বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি হবে। সে তথ্য এবং ছবি টুইট করে কমল জানালেন, আর কোনও দিন সুপারস্টার সালমান খানের ছবি নিয়ে কোনও ভিডিও বানাবেন না।

কমলের কথায়, ‘‘ভাইজান বলেছিলেন, এই ছবি থেকে যা লাভ হবে, তার একটা অংশ কোভিড পরিস্থিতিতে বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। আসলে ছবির নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে ‘রাধে’ ছবি বক্স অফিসে সাফল্যের ছাপ রেখে যেতে পারবে না। তাই মানুষকে ঠকালেন তারা। ছবি মুক্তি পাওয়ার পরে ১০ দিন কেটে গেল, কিন্তু সালমানের তরফে অনুদানের কথা উঠছে না আর।’’

টাকা দেওয়ার লোভ দেখিয়ে সালমান মানুষকে নিজের ছবি দে‌খানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ কমলের। কমলের মতে, ১০০ টাকা দিয়ে ছবি দেখবেন গরিব মানুষ। তার পরে তাদের টাকা থেকেই ১০ টাকা সেই মানুষগুলোর হাতে তুলে দেবেন সালমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু

সমালোচনা করে বিপাকে কমল খান, মানহানির মামলা সালমানের

আপডেট সময় ১০:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে খানদের সবাই এক নামে চিনে। আলাদা করে তাদের পরিচয় করিয়ে দিতে হয় না। যেমন শাহরুখ, সালমান, আমির কিংবা সাইফ। তবে নামের শেষে খান থাকলেও খুব একটা জনপ্রিয় নন কমল আর খান। অভিনেতা, সমালোচক, প্রযোজক, লেখক ; নামের শেষে নানা বিশেষণ জুড়ে গেলেও তিনি আলোচনায় বেশি আসেন বিতর্কে জড়িয়ে। এবার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সালমান খানের সঙ্গে। সালমান তার বিরুদ্ধে এরইমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন।

কমল আর খান নিজের ইউটিউব চ্যানেলে এ বছরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন কমল। তার ফল পেলেন হাতে নাতেই। সোমবার আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল খানের কাছে। যেখানে লেখা রয়েছে, বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি হবে। সে তথ্য এবং ছবি টুইট করে কমল জানালেন, আর কোনও দিন সুপারস্টার সালমান খানের ছবি নিয়ে কোনও ভিডিও বানাবেন না।

কমলের কথায়, ‘‘ভাইজান বলেছিলেন, এই ছবি থেকে যা লাভ হবে, তার একটা অংশ কোভিড পরিস্থিতিতে বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। আসলে ছবির নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে ‘রাধে’ ছবি বক্স অফিসে সাফল্যের ছাপ রেখে যেতে পারবে না। তাই মানুষকে ঠকালেন তারা। ছবি মুক্তি পাওয়ার পরে ১০ দিন কেটে গেল, কিন্তু সালমানের তরফে অনুদানের কথা উঠছে না আর।’’

টাকা দেওয়ার লোভ দেখিয়ে সালমান মানুষকে নিজের ছবি দে‌খানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ কমলের। কমলের মতে, ১০০ টাকা দিয়ে ছবি দেখবেন গরিব মানুষ। তার পরে তাদের টাকা থেকেই ১০ টাকা সেই মানুষগুলোর হাতে তুলে দেবেন সালমান।