অাকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার একটি জোড়া মাথার মৃত সন্তানের জন্ম দিয়েছে এক গৃহবধু। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার পারলা এলাকার ব্যবসায়ী মোঃ হারুন মিয়ার স্ত্রী লাকী আক্তার (২১) এই জোড়া মাথার মৃত কন্যা সন্তান জন্ম দেন।
নবজাতকের পিতা হারুন মিয়া জানান, গর্ভ ধারণের ৭ মাসের সময় নেত্রকোনার আল নূর হাসপাতালে ও ৯ মাসের সময় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জেন্টি মজুমদার আলট্রাসনোগ্রাম করেন। কিন্তু সে সময় জোড়া মাথার সন্তান ধরা পড়েনি।
মৃত শিশুটিকে সমাজ সহিলদেও ইউনিয়নের পাইলাটি গ্রামের কবর দেয়া হয়েছে। লাকী আক্তার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আকাশ নিউজ ডেস্ক 
























