অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
গত ৫ জুন থেকে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে কাতারের সঙ্গে। এর পর এক মাসের বেশি সময় হলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এমন বাস্তবতায় মঙ্গলবার কাতার সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
কূটনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার পথ বের করতে প্রথমে কুয়েত সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পরে সেখান থেকে তিনি যান দোহায়। এর পর ‘সন্ত্রাসে অর্থায়ন’বিরোধী লড়াইকে বেগবান করতে কাতারের সঙ্গে করেন চুক্তি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি ঘোষণা করেন রেক্স টিলারসন।
সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংকট ও কাতারকে দেওয়া অবরোধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি করা হয়নি।
একই সংবাদ সম্মেলনে চুক্তি স্বাক্ষর করায় কাতারের প্রশংসা করেন টিলারসন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, পৃথিবী থেকে সন্ত্রাসবাদ বিতাড়ন।’
আকাশ নিউজ ডেস্ক 



















