আকাশ জাতীয় ডেস্ক:
দুই বখাটের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়ায় এক নারীকে (২৫) পিটিয়ে হাত ভেঙ্গে দেয়া হয়েছে। সোমবার রাত ৯টার দিকে যশোরের মনিরামপুরের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর দুই বখাটের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ওই নারীর পরিবার।
মনিরামপুর হাসপাতালের ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, মারপিটের শিকার ওই নারীর বাম হাতের হাড় সম্পূর্ণ ভেঙ্গে গেছে। এছাড়া শরীরে বিভিন্ন অংশে জখমসহ আঘাতে থেঁতলে গেছে।
চিকিৎসাধীন ওই নারী জানান, প্রতিবেশী তহিদ এবং সুমন নামের দুই বখাটে দীর্ঘদিন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার রাতে বাড়িতে একটি সাপ মারার পর সাপটি ফেলতে বাড়ির পিছনে গেলে ওই দুই বখাটে ঝাপটে ধরে।
গ্রামবাসী জানায়, তহিদুল ইসলাম বিস্ফোরক, নাশকতা, অগ্নিসংযোগ, গাছচুরি ও মারামারিসহ একাধিক মামলার আসামী। সুমন ও সে মিলে এলাকায় মাদক সিন্ডিকেট ও সুদের ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























