আকাশ স্পোর্টস ডেস্ক:
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির তিনটি ইভেন্টেরই ট্রফি জিতেছে ভারত। যে কারণে ধোনিকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন কেউ কেউ। যদিও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে।
এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ হককে ধোনির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা।
মিসবাহকে ‘গরিবের ধোনি’ বলে অ্যাখা দিয়েছেন রমিজ।
বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় মিসবাহকে নিয়ে এমন কথা বলেন রমিজ রাজা।
মূলত সংযম, আবেগ ও অনুভূতি প্রকাশের দিক থেকে এ তুলনা করেছেন রমিজ রাজা।
রমিজ বলেন, ‘মিসবাহ প্রশিক্ষণ ও খেলোয়াড়দের গড়ে তোলার পদ্ধতি অন্যদের থেকে ভিন্ন। আমি ব্যাপারটা এভাবে বলতে পারি যে, মিসবাহ হলো গরীবের ধোনি। মহেন্দ্র সিং ধোনিও ছিলেন সংযমী। খুব বেশি প্রকাশ করেন না এবং আবেগীও না। মিসবাহও ঠিক সেরকমই, কিন্তু আমি মনে করি এখন তাকে আধুনিক ক্রিকেটের মতো করেই চিন্তা করতে হবে।’
মিসবাহর এই রক্ষণাত্মক কৌশলের সমালোচনাও করেছেন রমিজ রাজা।
৫৮ বছর বয়সী পাকিস্তানের এই সাবেক তারকা বলেন, ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রী যখন আমাদের বিপক্ষে খেলতেন তখন তার মধ্যে আগ্রাসন ছিল। তিনি ইমরান খানের মতো খেলোয়াড় হতে চেয়েছিলেন। কোচ হয়ে ভারতীয় দলে তিনি সেই মনোভাবটি নিয়ে এসেছেন। অথচ পাকিস্তান দলে তার উল্টো পরিবেশ। মিসবাহ-উল হকের প্রশিক্ষণের টেকনিকও আলাদা। তার উচিত পাওয়ার হিটিং ক্রিকেট খেলানো।
আকাশ নিউজ ডেস্ক 
























