আকাশ স্পোর্টস ডেস্ক:
টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আজ (মঙ্গলবার) সফরকারীদের ৩০ রানে হারিয়েছে সাইফ হাসানরা। ফলে পুরো সফর শেষে শূন্য হাতে হ্যারি টেক্টরদের বাড়ি পাঠালেন জুনিয়র টাইগাররা।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে আইরিশদের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই আইরিশ বোলারদের তোপে পড়ে বাংলাদেশ। ২৪ রানের মধ্যে আনিসুল ইসলাম ইমন এবং মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন। মারমুখী শুরু করে ইয়াসির আলিও আউট হলে দলীয় ৬৪ রানে ৩ উইকেট হারায় ইমার্জিং দল। ১৬ বলে ২ চার আর ১ ছক্কায় ইয়াসির করেন ২২ রান।
তবে ওপেনিংয়ে নামা অধিনায়ক সাইফ হাসান আর মিডল অর্ডার তৌহিদ হৃদয় দারুণ ব্যাটিং করে দলকে বড় পুঁজি এনে দিয়েছেন। দলীয় ১১৬ রানের মাথায় সাইফ ৩৬ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৮ করে ফিরলেও হৃদয় একদম ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেছেন।
৩৫ বলে ৭ চার আর ১ ছক্কায় ৫৮ রান করেন হৃদয়। তার সঙ্গে শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ১১ বলে ৪ ছক্কায় খেলেন ২৮ রানের ক্যামিও ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা দ্রুত রান তোলার জন্য ওপেনিংয়ে নামায় ডেলানিকে। কিন্তু তিনি আউট হন সুমন খানের প্রথম ওভারেই।
দ্বিতীয় উইকেটে স্টিভেন ডোহেনি ও হ্যারি টেক্টর দলকে পথে ফেরানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি বাংলাদেশের স্পিনারদের সামনে। তানভির ও আমিনুল দলকে উইকেট এনে দেন নিয়মিত বিরতিতে। এমনকি অনিয়মিত দুই অফ স্পিনার শামীম ও সাইফও পান উইকেট।
আকাশ নিউজ ডেস্ক 
























