অাকাশ জাতীয় ডেস্ক:
১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার পৌঁছেছেন। নাসিমের সঙ্গে রয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের সাংসদ মাঈনুদ্দীন খান বাদল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
বেলা সোয়া ১টার দিকে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের অভ্যর্থনা জানান জেলার ১৪ দলীয় নেতারা। এরপর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে কুতুপালংয়ের উদ্দেশে রওনা দেন তারা।
আকাশ নিউজ ডেস্ক 






















