অাকাশ আইসিটি ডেস্ক:
দ্রুতগতিতে বেড়ে চলেছে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। গত বছরের জুলাই মাসে এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ কোটি। এর মধ্যেই তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটিতে। মেসেঞ্জারে প্রতিদিন সাত কোটি মানুষ বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও লেখা পোস্ট করেন থাকে। ফেসবুক শুক্রবার একটি পোস্টে এসব তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, মেসেঞ্জার অ্যাপটির দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করা হচ্ছে। মেসেঞ্জারে ভিডিও চ্যাটের জন্য নতুন মাস্ক, ফিল্টার ও রিয়েকশন যোগ করা হয়েছে। বিশ্বের আরও বেশি বেশি মানুষের কাছে এ ভার্চুয়াল সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























