আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা ১১টায় ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার বৃদ্ধ মাসদাইর বেকারি মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর মা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসার গলিতে খেলতে ছিল তার মেয়ে। এসময় আব্দুল মান্নান শিশুটিকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখায়। পরে তাকে কৌশলে পতেঙ্গার মাঠে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। একপর্যায়ে তাকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়ারা।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























