অাকাশ জাতীয় ডেস্ক:
জলাবদ্ধতা দূরীকরণে ও রাজধানীর খাল সমূহের নাব্যতা রক্ষায় পল্লবীথানাধীন বাইশটেকি খাল অবৈধ দখলদারমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন, দক্ষিণ সিটি কর্পোরেশন এর এ যৌথ অভিযান পরিচালনা করছেন ঢাকা জেলার রেভেনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩০ সদস্যের একটি দল সহায়তা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদি জানান, ঢাকা মহানগরের মোহাম্মদপুর সার্কেলাধীন উত্তর সেনপাড়া পর্বতা মৌজায় অবস্থিত বাইশটেকি খালটির সিটি রেকর্ডে ২৪৯৭২, ২৫৩৫১ নং দাগের খালের উপর প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জলাবদ্ধতা দূরীকরণ ও খালসমূহের নাব্যতা রক্ষায় ঢাকার সকল খাল সমূহের অবৈধ দখলদার ও স্থাপনা সমূহ চিহ্নিত করে উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার সকল খাল সমূহের অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা জেলা প্রশাসন বদ্ধপরিকর।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা, কেয়া দেবনাথ, শারমিন ইয়াসমিন, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসনের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী।
আকাশ নিউজ ডেস্ক 

























