ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

আরও সুন্দরী হতে চেয়েছিলেন, নাক কেটে খেসারত দিতে হলো তারকাকে!

আকাশ নিউজ ডেস্ক: 

অভিনেত্রী ও গায়িকা গাও লিউ নিজের ‘কাটা’ নাকের ছবি পোস্ট করলেন। সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে চীনা তারকার এই নাক কাটা ছবি। বিবিসির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লিউ চীনের এখন উঠতি তারকা। কিন্তু কয়েক মাসে আগে।

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো মঙ্গলবার কাটা নাকের ছবি পোস্ট করেছেন। কসমেটিক সার্জারি করাতে গিয়ে এই অবস্থা বলে জানিয়েছেন অভিনেত্রী ও গায়িকা। এটাকে তিনি বিবরণ,”cosmetic surgical incident”.

লিও জানিয়েছেন অক্টোবরে তার এক বন্ধু গুয়াংঝাউতে তাকে এক প্লাস্টিক সার্জনের সঙ্গে আলাপ করিয়ে দেয়। নাকে একটা অস্ত্রোপচারের পর তার নাকের এরকম করুণ দশা হয়। তিনি ভেবেছিলেন নাকটা একটু ছোট করিয়ে নিলে তা তার ক্যারিয়ারের জন্য সুবিধাজনক হবে।

তিনি গ্লোবাল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি পরে টের পাই হাসপাতাল নাকে সার্জারি করার জন্য যথেষ্ট পারদর্শী নয়। তার নাকের মাথাটি কাটার পর সেটায় একটা কালো ক্ষত হয়ে গেছে। তার ৫০ লাখ ফলোয়ার রয়েছেন। তারা এই কাজটার নিন্দা করেছেন।

চীনা সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ এই নাকের অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর সাধারণ মানুষ কসমেটিক সার্জারি নিয়ে শক্ত নিয়মবিধির দাবি করেছেন।

ওয়েইবোতে নিজের পোস্টে লেখেন একটা সার্জারি যা কয়েক ঘণ্টা ধরে চলেছিল তা এখন রাতের বিভীষিকা হয়েছে। একাধিকবার তার নাকে ইনফেকশন হয়েছে। তিনি লিখেছেন, ‘আমার নাকের আগাটা কালো থেকে আরও কালো হয়েছিল, আমার নাক এরকম ভয়ানক হয়ে গেছে।’

তিনি শেষে দুটি নাটকের জন্য সই করেছিলেন। নাকটি ঠিক করার জন্য ফের সার্জারি করতে হবে তবে সেটাও এক বছরের আগে সম্ভব নয়। কী করে এরকম ভয়ানক অস্ত্রোপচার হলো তা নিয়ে তিনি জানতে পারেননি। তবে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

আরও সুন্দরী হতে চেয়েছিলেন, নাক কেটে খেসারত দিতে হলো তারকাকে!

আপডেট সময় ০৯:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

আকাশ নিউজ ডেস্ক: 

অভিনেত্রী ও গায়িকা গাও লিউ নিজের ‘কাটা’ নাকের ছবি পোস্ট করলেন। সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে চীনা তারকার এই নাক কাটা ছবি। বিবিসির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লিউ চীনের এখন উঠতি তারকা। কিন্তু কয়েক মাসে আগে।

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো মঙ্গলবার কাটা নাকের ছবি পোস্ট করেছেন। কসমেটিক সার্জারি করাতে গিয়ে এই অবস্থা বলে জানিয়েছেন অভিনেত্রী ও গায়িকা। এটাকে তিনি বিবরণ,”cosmetic surgical incident”.

লিও জানিয়েছেন অক্টোবরে তার এক বন্ধু গুয়াংঝাউতে তাকে এক প্লাস্টিক সার্জনের সঙ্গে আলাপ করিয়ে দেয়। নাকে একটা অস্ত্রোপচারের পর তার নাকের এরকম করুণ দশা হয়। তিনি ভেবেছিলেন নাকটা একটু ছোট করিয়ে নিলে তা তার ক্যারিয়ারের জন্য সুবিধাজনক হবে।

তিনি গ্লোবাল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি পরে টের পাই হাসপাতাল নাকে সার্জারি করার জন্য যথেষ্ট পারদর্শী নয়। তার নাকের মাথাটি কাটার পর সেটায় একটা কালো ক্ষত হয়ে গেছে। তার ৫০ লাখ ফলোয়ার রয়েছেন। তারা এই কাজটার নিন্দা করেছেন।

চীনা সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ এই নাকের অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর সাধারণ মানুষ কসমেটিক সার্জারি নিয়ে শক্ত নিয়মবিধির দাবি করেছেন।

ওয়েইবোতে নিজের পোস্টে লেখেন একটা সার্জারি যা কয়েক ঘণ্টা ধরে চলেছিল তা এখন রাতের বিভীষিকা হয়েছে। একাধিকবার তার নাকে ইনফেকশন হয়েছে। তিনি লিখেছেন, ‘আমার নাকের আগাটা কালো থেকে আরও কালো হয়েছিল, আমার নাক এরকম ভয়ানক হয়ে গেছে।’

তিনি শেষে দুটি নাটকের জন্য সই করেছিলেন। নাকটি ঠিক করার জন্য ফের সার্জারি করতে হবে তবে সেটাও এক বছরের আগে সম্ভব নয়। কী করে এরকম ভয়ানক অস্ত্রোপচার হলো তা নিয়ে তিনি জানতে পারেননি। তবে তদন্ত চলছে।