আকাশ স্পোর্টস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পর্দা নামল টি-টেন লিগের। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ডোয়াইন ব্রাভোর দল দিল্লি বুলসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের দল নর্দার্ন ওয়ারিয়র্স।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৮১ রান করে দিল্লি বুলস। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ নবী।
নর্দার্ন ওয়ারিয়র্সের স্পিনার মাহিশ ঠিকশানা ২ ওভারে ১৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন ধনঞ্জয়া লক্ষণ। ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন জুনায়েদ সিদ্দিক।
পরে নর্দার্ন ওয়ারিয়র্স ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ২২ বলে ২৭ রান করেন ওয়াসিম মাহমুদ। ৯ বলে ১২ করেন অধিনায়ক পুরান। ১২ বলে ১৪ করেন লেন্ডল সিমন্স। ৮ বলে ১৬ করেন রভম্যান পাওয়েল। ম্যাচসেরা হন মাহিশ ঠিকশানা।
আকাশ নিউজ ডেস্ক 
























