অাকাশ জাতীয় ডেস্ক:
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, দেশে চালের কোনো সংকট নেই। চাল আমদানি অব্যাহত রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে চাল নিয়ে রাজনীতি ও চালবাজি চলছে। কৃত্রিম সংকট তৈরি করে চালের মূল্য বাড়াচ্ছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু অসাধু মিল মালিক চালের দাম নিয়ে চালবাজি করছেন। তারা চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে চালের দাম বাড়াচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি মিল মালিকদের সঙ্গে বসছেন। সেই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও থাকবেন। সেখানে বড় বড় মিল মালিকদের ডাকা হবে। সেখান থেকে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণের কার্যকরী ব্যবস্থা আসবে বলে মনে করেন মন্ত্রী।
তিনি আরো বলেন, আমাদের চালের কোনো সংকট নেই। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন কিছু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিতও দেন মন্ত্রী। আগামী রোববার থেকে আবার ১০ টাকা কেজি দরে আবার চাল দেয়া শুরু হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















