ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

পিএসজি-ম্যানসিটিতে যাওয়ার গুজব উড়িয়ে দিলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। শোনা যাচ্ছে, মেয়াদ শেষে তিনি ফরাসি ক্লাব পিএসজি অথবা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন। কিন্তু এসব গুজব উড়িয়ে দিলেন লিওনেল মেসি। দুইটি ক্লাবের কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়নি মেসির। এমনকি তিনি বার্সেলোনায় থেকে যাবেন না অন্য কোথাও যাবে তা নিয়েও এখনো ভাবেননি এই আর্জেন্টাইন সুপারস্টার। সূত্র গোলডটকম।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এসব সমালোচনায় মেসি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন। মেসি বলেছেন, তিনি অন্য কোথাও যাবেন নাকি বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবেন সেটি তিনি নিজেই ঘোষণা করবেন। অন্য কেউ না।

যেহেতু এই মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে সেহেতু নিয়ম অনুযায়ী মেসি এখনই নন-স্প্যানিশ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু মেসি এখনো সেটি করেননি।

গত গ্রীষ্মে মেসি যখন বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন তখন থেকেই আলোচনা শুরু হয় যে, মেসি কোথায় যাবেন?

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো বার্সেলোনার সঙ্গে মেসির ৫৫৫ মিলিয়ন ইউরোর চুক্তির কথা প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয় যে, ২০১৭ সালে বার্সেলোনার সঙ্গে মেসির চার বছরের চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ফিক্সড ইনকাম ও বোনাস সহ বছরে মেসির আয় ১৩৮ মিলিয়ন ইউরো। মেসি ইতোমধ্যে ৫১০ মিলিয়ন ইউরো হাতে পেয়েছেন। সামনে বাকি ৪৫ মিলিয়ন ইউরো পাবেন।

এল মুন্দোর প্রতিবেদন দাবি করা হয়, ইতিহাসে মেসিই সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেট।

তবে, বার্সেলোনা কর্তৃপক্ষ এই প্রতিবেদনটি ভালো চোখে দেখেনি। তারা এল মুন্দোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

পিএসজি-ম্যানসিটিতে যাওয়ার গুজব উড়িয়ে দিলেন মেসি

আপডেট সময় ০৫:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। শোনা যাচ্ছে, মেয়াদ শেষে তিনি ফরাসি ক্লাব পিএসজি অথবা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন। কিন্তু এসব গুজব উড়িয়ে দিলেন লিওনেল মেসি। দুইটি ক্লাবের কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়নি মেসির। এমনকি তিনি বার্সেলোনায় থেকে যাবেন না অন্য কোথাও যাবে তা নিয়েও এখনো ভাবেননি এই আর্জেন্টাইন সুপারস্টার। সূত্র গোলডটকম।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এসব সমালোচনায় মেসি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন। মেসি বলেছেন, তিনি অন্য কোথাও যাবেন নাকি বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবেন সেটি তিনি নিজেই ঘোষণা করবেন। অন্য কেউ না।

যেহেতু এই মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে সেহেতু নিয়ম অনুযায়ী মেসি এখনই নন-স্প্যানিশ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু মেসি এখনো সেটি করেননি।

গত গ্রীষ্মে মেসি যখন বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন তখন থেকেই আলোচনা শুরু হয় যে, মেসি কোথায় যাবেন?

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো বার্সেলোনার সঙ্গে মেসির ৫৫৫ মিলিয়ন ইউরোর চুক্তির কথা প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয় যে, ২০১৭ সালে বার্সেলোনার সঙ্গে মেসির চার বছরের চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ফিক্সড ইনকাম ও বোনাস সহ বছরে মেসির আয় ১৩৮ মিলিয়ন ইউরো। মেসি ইতোমধ্যে ৫১০ মিলিয়ন ইউরো হাতে পেয়েছেন। সামনে বাকি ৪৫ মিলিয়ন ইউরো পাবেন।

এল মুন্দোর প্রতিবেদন দাবি করা হয়, ইতিহাসে মেসিই সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেট।

তবে, বার্সেলোনা কর্তৃপক্ষ এই প্রতিবেদনটি ভালো চোখে দেখেনি। তারা এল মুন্দোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।