ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

গ্রীসের এথেন্সে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গণতন্ত্রের পাদপীঠ গ্রীসের রাজধানী এথেন্সে শহীদ মিনার স্থাপণের উদ্যোগ নিয়েছে গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।মঙ্গলবার সকালে (১১ জুলাই ২০১৭ তারিখে) গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.জসীম উদ্দিন এথেন্সের মেয়র জর্জিয়াস কামিনিসের সাথে এক বৈঠকে এথেন্সে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব করেন। গ্রীসের কেন্দ্রীয় সরকার ছাড়াও বিভিন্ন স্থানীয় সরকারের সাথে সম্ভাব্য সহযোগিতা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণে বাংলাদেশ দূতাবাসের চলমান উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এথেন্সের মেয়রের সাথে এই বৈঠক করেন।

বৈঠককালে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র মেয়রকে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও গ্রীসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ক আরো বহুমুখী ও বেগমান করতে স্থানীয় সরকারের সম্পৃক্ততার আহবান জানান। বৈঠকে ব্যবসা, বাণিজ্য সংস্কৃতি, পর্যটন ইত্যাদি বিষয় স্থান পায়। বৈঠকে দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ এবং মেয়রের অভিবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এন্টিগনি কতানিডিস উপস্থিত ছিলেন।

এথেন্সের প্রাণকেন্দ্র ওমোনিয়ায়ই বেশির ভাগ প্রবাসী বাংলাদেশি বাস করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন, ঈদের নামাজ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে এথেন্স সিটি কর্পোরেশন সবসময়ই প্রবাসী বাংলাদেশের সহযোগিতা করে আসছে উল্লেখ করে রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানান। তিনি এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে মেয়রকে অবহিত করেন।

মেয়র জর্জিয়াস কামিনিস রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিষয়ে তার ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করেন। তিনি ১৯৭১ সালে জর্জ হ্যারিসনের ’বাংলাদেশ’ গানটির কথা স্মরণ করে সব সময় বাংলাদেশিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ২০১৩ সালে গ্রীসের মানোলাদায় সংগঠিত মর্মান্তিক ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। মানোলাদা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, শ্রমিক এবং খামার মালিকদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য দূতাবাস বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি গত বছর মানোলাদায় আয়োজিত ’প্রথম বাংলাদের গ্রীস ক্রিকেট টুর্নামেন্ট’ শ্রমিক মালিকদের অংশগ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসহ গ্রীক সরকারের সার্বিক সহযোগিতার কথা মেয়রকে অবহিত করেন।

এথেন্সের মেয়র শহীদ মিনার স্থাপনের বিষয়ে আগ্রহ ব্যক্ত করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের কথা বলেন। এ বিষয়ে শ্রীঘ্রই দূতাবাস থেকে মেয়রকে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হবে বলে দূতাবাস সূত্রে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

গ্রীসের এথেন্সে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ

আপডেট সময় ০২:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গণতন্ত্রের পাদপীঠ গ্রীসের রাজধানী এথেন্সে শহীদ মিনার স্থাপণের উদ্যোগ নিয়েছে গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।মঙ্গলবার সকালে (১১ জুলাই ২০১৭ তারিখে) গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.জসীম উদ্দিন এথেন্সের মেয়র জর্জিয়াস কামিনিসের সাথে এক বৈঠকে এথেন্সে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব করেন। গ্রীসের কেন্দ্রীয় সরকার ছাড়াও বিভিন্ন স্থানীয় সরকারের সাথে সম্ভাব্য সহযোগিতা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণে বাংলাদেশ দূতাবাসের চলমান উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এথেন্সের মেয়রের সাথে এই বৈঠক করেন।

বৈঠককালে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র মেয়রকে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও গ্রীসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ক আরো বহুমুখী ও বেগমান করতে স্থানীয় সরকারের সম্পৃক্ততার আহবান জানান। বৈঠকে ব্যবসা, বাণিজ্য সংস্কৃতি, পর্যটন ইত্যাদি বিষয় স্থান পায়। বৈঠকে দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ এবং মেয়রের অভিবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এন্টিগনি কতানিডিস উপস্থিত ছিলেন।

এথেন্সের প্রাণকেন্দ্র ওমোনিয়ায়ই বেশির ভাগ প্রবাসী বাংলাদেশি বাস করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন, ঈদের নামাজ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে এথেন্স সিটি কর্পোরেশন সবসময়ই প্রবাসী বাংলাদেশের সহযোগিতা করে আসছে উল্লেখ করে রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানান। তিনি এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে মেয়রকে অবহিত করেন।

মেয়র জর্জিয়াস কামিনিস রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিষয়ে তার ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করেন। তিনি ১৯৭১ সালে জর্জ হ্যারিসনের ’বাংলাদেশ’ গানটির কথা স্মরণ করে সব সময় বাংলাদেশিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ২০১৩ সালে গ্রীসের মানোলাদায় সংগঠিত মর্মান্তিক ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। মানোলাদা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, শ্রমিক এবং খামার মালিকদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য দূতাবাস বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি গত বছর মানোলাদায় আয়োজিত ’প্রথম বাংলাদের গ্রীস ক্রিকেট টুর্নামেন্ট’ শ্রমিক মালিকদের অংশগ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসহ গ্রীক সরকারের সার্বিক সহযোগিতার কথা মেয়রকে অবহিত করেন।

এথেন্সের মেয়র শহীদ মিনার স্থাপনের বিষয়ে আগ্রহ ব্যক্ত করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের কথা বলেন। এ বিষয়ে শ্রীঘ্রই দূতাবাস থেকে মেয়রকে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হবে বলে দূতাবাস সূত্রে জানানো হয়।