ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

‘শিক্ষায় সমতা অর্জন হয়েছে; ক্রীড়াক্ষেত্রেও সমতা আনতে চাই

অাকাশ জাতীয় ডেস্ক: 

বর্ণাঢ্য আয়োজনে যশোরে ৪৬তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পাঁচদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় দেশের ছেলে মেয়েদের সমতা অর্জন হয়েছে। ক্রীড়াক্ষেত্রেও আমরা সমতা আনতে চাই। ছেলেদের মত মেয়েরাও ক্রীড়াক্ষেত্রে সমান ভূমিকা রাখবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। জ্ঞান অর্জনের জন্য যেমন শিক্ষার দরকার। তেমনি মেধার বিকাশে ক্রীড়া ও শারীরিক শিক্ষার প্রয়োজন। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলে কাজ করতে হবে। শিক্ষিত জাতি গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহাবুবুর রহমান, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ. কে.এম গোলাম কিবরিয়া তপাদার, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজ, এমএসটিপি বালিকা বিদ্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

সংশ্লিষ্টরা জানান, এক যুগ পর যশোরের মাটিতে এবার জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে সারাদেশের চারটি অঞ্চলের ৫২৮জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ফুটবল ছাত্র খেলোয়াড় ৬৪জন, ফুটবল ছাত্রী খেলোয়াড় ৬৪জন। হ্যান্ডবল ছাত্র খেলোয়াড় ৪৮জন, হ্যান্ডবল ছাত্রী খেলোয়াড় ৪৮জন, কাবাডি ছাত্র খেলোয়াড় ৪৮জন ও ছাত্রী খেলোয়াড় ৪৮জন।

এছাড়াও সাঁতার প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে ১০৪জন ছাত্র ও ১০৪জন ছাত্রী খেলোয়াড় অংশ নিবে। সারাদেশকে বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা অঞ্চলে ভাগ করা হয়েছে। বকুল অঞ্চলে রয়েছে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা। বকুল অঞ্চলের জন্য সবুজ রঙের জার্সি নির্ধারণ করা হয়েছে। খুলনা ও বরিশালকে গোলাপ অঞ্চলভুক্ত করে বেগুনি রঙে জার্সি নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহকে পদ্ম অঞ্চলে অন্তভুক্ত করে নীল রঙের জার্সি ও রাজশাহী ও রংপুরকে চাঁপা অঞ্চলভুক্ত করে লাল জার্সি নির্ধারণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

‘শিক্ষায় সমতা অর্জন হয়েছে; ক্রীড়াক্ষেত্রেও সমতা আনতে চাই

আপডেট সময় ১২:০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক: 

বর্ণাঢ্য আয়োজনে যশোরে ৪৬তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পাঁচদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় দেশের ছেলে মেয়েদের সমতা অর্জন হয়েছে। ক্রীড়াক্ষেত্রেও আমরা সমতা আনতে চাই। ছেলেদের মত মেয়েরাও ক্রীড়াক্ষেত্রে সমান ভূমিকা রাখবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। জ্ঞান অর্জনের জন্য যেমন শিক্ষার দরকার। তেমনি মেধার বিকাশে ক্রীড়া ও শারীরিক শিক্ষার প্রয়োজন। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলে কাজ করতে হবে। শিক্ষিত জাতি গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহাবুবুর রহমান, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ. কে.এম গোলাম কিবরিয়া তপাদার, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজ, এমএসটিপি বালিকা বিদ্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

সংশ্লিষ্টরা জানান, এক যুগ পর যশোরের মাটিতে এবার জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে সারাদেশের চারটি অঞ্চলের ৫২৮জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ফুটবল ছাত্র খেলোয়াড় ৬৪জন, ফুটবল ছাত্রী খেলোয়াড় ৬৪জন। হ্যান্ডবল ছাত্র খেলোয়াড় ৪৮জন, হ্যান্ডবল ছাত্রী খেলোয়াড় ৪৮জন, কাবাডি ছাত্র খেলোয়াড় ৪৮জন ও ছাত্রী খেলোয়াড় ৪৮জন।

এছাড়াও সাঁতার প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে ১০৪জন ছাত্র ও ১০৪জন ছাত্রী খেলোয়াড় অংশ নিবে। সারাদেশকে বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা অঞ্চলে ভাগ করা হয়েছে। বকুল অঞ্চলে রয়েছে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা। বকুল অঞ্চলের জন্য সবুজ রঙের জার্সি নির্ধারণ করা হয়েছে। খুলনা ও বরিশালকে গোলাপ অঞ্চলভুক্ত করে বেগুনি রঙে জার্সি নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহকে পদ্ম অঞ্চলে অন্তভুক্ত করে নীল রঙের জার্সি ও রাজশাহী ও রংপুরকে চাঁপা অঞ্চলভুক্ত করে লাল জার্সি নির্ধারণ করা হয়েছে।