অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির জনকের কন্যা। আমি জানি কিভাবে উন্নয়ন করতে হয়। আমার কাছে দাবি করার প্রয়োজন নেই। আগামীতে রাজশাহী ও রাজশাহীর মানুষের সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা তা করে যাবো। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃষ্টি উপেক্ষা করে জনসভায় যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ করাসহ গত ৯ বছরে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৩৫ মিনিটে ভাষণ শুরু করে ৪টা ৫ মিনিটে শেষ করেন তিনি।
জনসভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাছিম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
এর আগে সকাল থেকেই পবার হরিয়ান মাঠে নামে ঢল নামে মানুষের। সকালে আবহাওয়া ভালো থাকলেও ১০টার পর থেকে কয়েকদফা ভারি বৃষ্টি হয়। তবে এ বৃষ্টি উপেক্ষা করে মানুষ দলে দলে গিয়ে জনসভায় যোগ দেন।
প্রধানমন্ত্রীর বিশাল এ জনসভায় যোগ দিতে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, ভটভটি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন ছাড়াও পায়ে হেটে দলে দলে জনসভাস্থলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
মিছিল নিয়ে হাজার হাজার মানুষ দুপুর ১২টার আগ থেকেই জনসভাস্থলে আসতে থাকেন। দুপুর একটার দিকে হরিয়ান চিনিকলের বিশাল মাঠের অনেকটা অংশ ভরে যায়। এ সময় স্লোগানে স্লোগানে মেতে উঠে হরিয়ান চিনিকল মাঠ।
আকাশ নিউজ ডেস্ক 























