আকাশ স্পোর্টস ডেস্ক:
ওপেনিংয়ে খেলেই অভ্যস্ত সৌম্য সরকার। কিন্তু ব্যাটিং অর্ডারে তার অবস্থানের পরিবর্তন হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে সোমবার ব্যাটিং অর্ডারের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
টাইগার কোচ যে পরিকল্পনার কথা বলেছেন তাতে ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস। ওয়ানডাউনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। চার, পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে সৌম্য। বোলিং আক্রমণে তিন পেসার রাখার পরিকল্পনা।
রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘এই মুহূর্তে টপ অর্ডার মোটামুটি প্রতিষ্ঠিত। ওপেনিংয়ে তামিমের সাথে থাকবে লিটন। সৌম্যকে আমরা মিডল অর্ডারে দেখতে চায়। আমরা এমন একজন পাওয়ার হিটারকে চাচ্ছি যে কিছু ওভার বলও করতে পারবে।’
তিনি বলেন, ‘আমি জানি, সৌম্য সবসময় টপ অর্ডারে খেলে অভ্যস্ত। বিশ্বকাপে আগে সবাইকে বিভিন্ন ভূমিকায় পরীক্ষা করা হবে। তারপর বিশ্বকাপের জন্য চূড়ান্ত ব্যাটিং অর্ডার প্রতিষ্ঠা করা হবে। সৌম্য ক্লিন হিটার। আমরা চাচ্ছি, সৌম্য মিডল-অর্ডারে ব্যাট করবে এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত কারো সঙ্গে জুটি বেঁধে ম্যাচ শেষ করে আসবে। তার প্রতি আমাদের বিশ্বাস আছে।’
ডোমিঙ্গোর পরিকল্পা অনুযায়ী একাদশে থাকবেন তিনজন পেসার। এ বিষয়ে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘আমাদের বেশ কয়েকজন সম্ভাবনাময়ী পেসার আছে। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন দারুণ বোলিং করছে। প্রত্যেকেই একাদশে সুযোগ পাওয়ার মত।’
তিনি বলেন, ‘আমরা এমন দল হতে চাই না যারা শুধু স্পিনারদের উপর নির্ভর করে। ছয় সপ্তাহের মধ্যে আমরা নিউজিল্যান্ড সফরে যাচ্ছি। সেখানে আমরা একজন স্পিনার নিয়ে খেলতে পারি। সুতরাং, আমাদের নিশ্চিত করতে হবে যে, আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের পেসাররা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে প্রস্তুত।’
আকাশ নিউজ ডেস্ক 
























