আকাশ স্পোর্টস ডেস্ক:
অবশেষে হেসেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট। দ্বিতীয় প্রাকিটিস ম্যাচে আজ তামিম একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে অর্ধশত রানের ইনিংস খেলেন। করেছেন ৮২ বলে ৫২ রান। আসন্ন সিরিজের আগে এই ইনিংসটি তার বেশ আত্মবিশ্বাস বাড়াবে।
প্রথম ম্যাচে আগে ব্যাট করেছিল তামিম একাদশ। তাই এ ম্যাচে আর টস করা হয়নি, ব্যাটিংয়ে নেমে গেছে মাহমুদউল্লাহ একাদশ। প্রথম ম্যাচটি ছিল ৪০ ওভারের। তবে এ ম্যাচটি হচ্ছে ৪৫ ওভারে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান করতে সক্ষম হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার নাঈম শেখ। সাকিব ৫২, সৈকত ৩১, মুশফিক ২৫ এবং রাব্বী করেন ২৪ রান।
তামিম একাদশে হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদের শিকার ১টি করে উইকেট।
আকাশ নিউজ ডেস্ক 
























