আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্রিসবেনে টেস্ট খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার মূল সমস্যা এখন চোটের লম্বা লাইন। সিরিজের শেষ লগ্নে এসে ব্রিসবেনে প্রথম এগারো গড়তেই ঘাম ছুটছে টিম ম্যানেজমেন্টের। চোটে জেরবার টিম ইন্ডিয়ার ব্রিসবেনে জেতার সম্ভাবনা রয়েছে। জিততে হলে তাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। এমনই বলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার শোয়েব আখতার।
ব্রিসবেন টেস্টের আগে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘এবার সিরিজের শেষ পর্যায়। ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। চোটে জেরবার হলেও ভারতকে বিশ্বাস করতে হবে যে তারা পারবে। আর ব্রিসবেনে টেস্ট জিতে নিয়ে সিরিজ জিতলে, এটাই টেস্টের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় সিরিজ জয় হবে।’
অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দুরন্ত কামব্য়াক টিম ইন্ডিয়ার। বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। এরপর সিডনি টেস্ট ড্র হয়। কাল (শুক্রবার) থেকে শুরু ব্রিসবেন টেস্টে যে জিতবে সিরিজ তার। আর টেস্ট ড্র হলে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে যাবে ভারতের কাছেই।
আকাশ নিউজ ডেস্ক 
























