ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

ওমানে সুলতান নির্বাচনে নতুন আইন, প্রথম ক্রাউন প্রিন্স ইয়াজান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সুলতান নির্বাচনের জন্য নতুন উত্তরাধিকার আইন প্রকাশ করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। নতুন এই আইন অনুযায়ী সুলতানের ছেলেদের মধ্যে বয়স অনুয়ায়ী ধারাবাহিকভাবে সুলতান হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেই অনুযায়ী দেশটির ইতিহাসে প্রথম ক্রাউন প্রিন্স নির্বাচিত হয়েছেন সুলতান হাইথামের বড় ছেলে ধী ইয়াজান বিন হাইথাম।

সোমবার সুলতান হাইথাম বিন তারিক উত্তরাধিকার সূত্রে ‘নির্দিষ্ট এবং স্থিতিশীল প্রক্রিয়া’ স্থাপনের জন্য ডিক্রি জারি করেন এবং প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স নির্বাচিত করেন। খবর আল জাজিরার

সুলতান হাইথামের জ্যেষ্ঠ পুত্র ধী ইয়াজান বিন হাইথাম বর্তমানে সংস্কৃতি, ক্রীড়া এবং যুবমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন।

গত বছরের জানুয়ারিতে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার চাচাতো ভাই সুলতান হাইথাম। কাবুস ৪৯ বছর ওমান শাসন করেছেন। তবে তার মৃত্যুর পর কে সুলতান হবেন তা নির্ধারণ করে যাননি।

ওমানের গঠনতন্ত্র অনুযায়ী সুলতানকে রাজপরিবারের সদস্য হতে হবে, পাশাপাশি ‘মুসলিম, পরিপক্ক, যুক্তিবাদী এবং ওমানী মুসলিম বাবা-মায়ের বৈধ পুত্র’ হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে সুলতান নির্বাচনে নতুন আইন, প্রথম ক্রাউন প্রিন্স ইয়াজান

আপডেট সময় ১২:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সুলতান নির্বাচনের জন্য নতুন উত্তরাধিকার আইন প্রকাশ করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। নতুন এই আইন অনুযায়ী সুলতানের ছেলেদের মধ্যে বয়স অনুয়ায়ী ধারাবাহিকভাবে সুলতান হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেই অনুযায়ী দেশটির ইতিহাসে প্রথম ক্রাউন প্রিন্স নির্বাচিত হয়েছেন সুলতান হাইথামের বড় ছেলে ধী ইয়াজান বিন হাইথাম।

সোমবার সুলতান হাইথাম বিন তারিক উত্তরাধিকার সূত্রে ‘নির্দিষ্ট এবং স্থিতিশীল প্রক্রিয়া’ স্থাপনের জন্য ডিক্রি জারি করেন এবং প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স নির্বাচিত করেন। খবর আল জাজিরার

সুলতান হাইথামের জ্যেষ্ঠ পুত্র ধী ইয়াজান বিন হাইথাম বর্তমানে সংস্কৃতি, ক্রীড়া এবং যুবমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন।

গত বছরের জানুয়ারিতে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার চাচাতো ভাই সুলতান হাইথাম। কাবুস ৪৯ বছর ওমান শাসন করেছেন। তবে তার মৃত্যুর পর কে সুলতান হবেন তা নির্ধারণ করে যাননি।

ওমানের গঠনতন্ত্র অনুযায়ী সুলতানকে রাজপরিবারের সদস্য হতে হবে, পাশাপাশি ‘মুসলিম, পরিপক্ক, যুক্তিবাদী এবং ওমানী মুসলিম বাবা-মায়ের বৈধ পুত্র’ হতে হবে।