আকাশ স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। তবে, আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুমিনুল হক সহ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার বক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন। বৃহস্পতিবার এই তালিকায় যুক্ত হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
১০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে পৌঁছাবে। এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই সিরিজে আসছেন না। তারপরও প্রতিপক্ষকে খাটো করে না দেখে কঠোর প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।
নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে ক্রিকেটে ফেরেন সাকিব। তিনি খেলেন জেমকন খুলনার হয়ে। তার দল চ্যাম্পিয়ন হয়। কিন্তু সাকিব ফাইনাল ম্যাচে খেলতে পারেননি। শ্বশুরের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।
কিন্তু সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই সাকিবের শ্বশুর মারা যান। গত ১ জানুয়ারি সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি তৃতীয়বারের মত বাবা হতে চলেছেন। ভক্তদের এমন সুসংবাদ দেয়ার পর গত রবিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব আল হাসান।
আকাশ নিউজ ডেস্ক 
























