আকাশ নিউজ ডেস্ক:
বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর অনেক ট্রলের শিকার হতে হয়েছে শবনম ফারিয়াকে। এজন্য বেশ কিছুদিন ফেসবুক থেকে দূরে ছিলেন ছোটপর্দার আলোচিত এ অভিনেত্রী। সম্প্রতি আবারও ফিরেছেন ফেসবুকে। আজ সোমবার একটি মজার স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। এতে লিখেছেন:
শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহড়ের সব সুন্দর ছেলেরা বনানীতে!
প্লিজ কেউ কিছু একটা করেন!
নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন!
ঝুলে ঝুলে যাইগা….
ফারিয়ার এই স্ট্যাটাসে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি লিখেছেন, বনানী বাসা নাও প্লিজ… আমি আসবো থাকতে।
ভাবনার এমন মন্তব্যের জবাবে ফারিয়া লিখেছেন, না না , তুমি ধানমন্ডি থাকো! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব! এমন কইরো না আমার সাথে!
আকাশ নিউজ ডেস্ক 

























