আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানে আটক কথিত ১০ চীনা গুপ্তচরকে ‘ক্ষমা’ করে দিল আফগানিস্তান সরকার। গেল ডিসেম্বরে শেষ দিকে তাদের চীনে ফেরত পাঠিয়েছে কাবুল।
গণমাধ্যমটির দাবি, আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ওই চীনা নাগরিকদের আটক করেছিল। কাবুলের দৃঢ় ধারণা, তারা বেইজিংয়ের গুপ্তচর। তাদের মধ্যে অন্তত একজন নারীও ছিলেন।
এর আগে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ চীনা দূত ওয়াং ইউ-কে শর্ত দেন, যদি চীন ওই কাণ্ডে ক্ষমা প্রার্থনা করে তবে ওই ১০ নাগরিককে মুক্তি দেওয়া হবে।
ভারতীয় মিডিয়ার দাবি, কাবুলে আটক ওই ১০ চীনা নাগরিকের সঙ্গে দেশটির গুপ্তচর নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে। তাদের হয়েই মূলত গোপনে গুপ্তচরবৃত্তি করত আটক ব্যক্তিরা।
আকাশ নিউজ ডেস্ক 




















