আকাশ স্পোর্টস ডেস্ক:
সিরিজের মাঝপথে ভারত দলকে রেখে অধিনায়ক বিরাট কোহলির অস্ট্রেলিয়া ছাড়ার বিষয়টি নিয়ে ফের নেতিবাচক মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে কোহলির এই দেশে ফেরা নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন গাভাস্কার।
এবার অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩৬ রানের ঐতিহাসিক লজ্জার ইনিংসের পর ফের বিষয়টির সমালোচনা করলেন তিনি।
সম্প্রতি টি নটরাজন এবং রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ টেনে ভারতীয় ক্রিকেটে বৈষম্যের মারাত্মক অভিযোগ তুললেন গাভাস্কার।
তিনি জানান, একই ইস্যুতে নটরাজন ছুটি না পেলেও অধিনায়ক কোহলিকে ঠিকই দেয়া হলো। নটরাজনকে দিয়ে এখন নেটে বল করানো হচ্ছে। প্রথমবারের মতো বাবা হয়েও সদ্য ভূমিষ্ট মেয়েকে দেখতে আরও ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে নটরাজনকে। অথচ এখনও বাবাই হলেন না কোহলি। কিন্তু দলকে এমন খাদের কিনারায় রেখে দেশে ফিরছেন তিনি।
সম্প্রতি স্টার স্পোর্টসে এক কলামে এমনটাই লিখেছেন সুনীল গাভাস্কার।
আকাশ নিউজ ডেস্ক 
























