ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

করোনা টিকা নিলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা গ্রহণ করেন তিনি। মার্কিনিদের টিকার বিষয়ে আশ্বস্ত করতে বাইডেনের টিকা গ্রহণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

টিকা সীমিত হওয়ার কারণে প্রথমে স্বাস্থ্যকর্মী ও ঝুঁকির তালিকায় থাকা ব্যক্তিদের টিকা দেয়া হবে। টিকা গ্রহণের পর বাইডেন জানিয়েছেন, এর কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরার আহ্বান জানান। সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না। খবর সিএনএনের

নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, ‘আজ আমি করোনা টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেসব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনো চিন্তা নেই। টিকা বাজারে এলেই আপনারা নিতে পারেন।’

শুধু বাইডেন না। বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না তাও জানাননি।

প্রসঙ্গত মার্কিন সরকার এবং দেশের দুটি বৃহত্তম ফার্মেসি সোমবার সারাদেশে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য দেশব্যাপী প্রচার শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভাইরাস থেকে রক্ষার জন্য দুটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে একটি হল ফাইজার ও অপরটি মোডার্না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা টিকা নিলেন বাইডেন

আপডেট সময় ১২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা গ্রহণ করেন তিনি। মার্কিনিদের টিকার বিষয়ে আশ্বস্ত করতে বাইডেনের টিকা গ্রহণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

টিকা সীমিত হওয়ার কারণে প্রথমে স্বাস্থ্যকর্মী ও ঝুঁকির তালিকায় থাকা ব্যক্তিদের টিকা দেয়া হবে। টিকা গ্রহণের পর বাইডেন জানিয়েছেন, এর কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরার আহ্বান জানান। সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না। খবর সিএনএনের

নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, ‘আজ আমি করোনা টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেসব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনো চিন্তা নেই। টিকা বাজারে এলেই আপনারা নিতে পারেন।’

শুধু বাইডেন না। বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না তাও জানাননি।

প্রসঙ্গত মার্কিন সরকার এবং দেশের দুটি বৃহত্তম ফার্মেসি সোমবার সারাদেশে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য দেশব্যাপী প্রচার শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভাইরাস থেকে রক্ষার জন্য দুটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে একটি হল ফাইজার ও অপরটি মোডার্না।