আকাশ জাতীয় ডেস্ক:
দেশের কওমি মাদ্রাসাগুলোর সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭২.৬৫। ছাত্রদের পাসের হার ৮২.১০ আর ছাত্রীদের পাসের হার ৫৭.২১।
শনিবার সকালে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় অনুমোদন পাওয়ার পর এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা মুহাম্মাদ ইসমাইল ফলাফলের ফাইল আল্লামা মাহমুদুল হাসানের কাছে হস্তান্তর করেন।
এবার দাওরায়ে হাদিসে মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১।
মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র তিন হাজার ৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (দ্বিতীয়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র চার হাজার ৮৯১ জন, ছাত্রী দুই হাজার ২৮১ জন এবং মাকবুল (তৃতীয়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র দুই হাজার ৫৬ জন, ছাত্রী এক হাজার ৭৪৪ জন।
সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুফতি মুহা. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মুফতি জসীমুদ্দীন, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ।
আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল হালীম বুখারী ও মাওলানা ফুরকানুল্লাহ খলীল, আযাদ দীনী এদারায়ে তালিম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা মুহিব্বুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশের মহাসচিব হজরত মাওলানা ইউনুস, জাতীয় দীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী।
প্রসঙ্গত, প্রতি বছর রমজানের আগে আগে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রমজানের শেষ দিকে ফলাফল ঘোষণা করা হয়ে থাকে। তবে এবার মহামারি করোনাভাইরাসের কারণে যথাসময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। গত ২০ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৯ সেপ্টেম্বর।
আকাশ নিউজ ডেস্ক 

























