ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবসর ভেঙে বাইশ গজে ফিরলেন ইয়োহান বোথা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর নিজ দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট খেলে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়াতেই বেশি সময় কাটিয়েছেন ইয়োহান বোথা। দুই বছর আগে অস্ট্রেলিয়াতেই বিদায় নিয়েছিলেন ২২ গজ থেকে। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই আবার অবসর ভেঙে ক্রিকেট ফিরলেন তিনি।

২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিত অভিষেক হয়েছিল বোথার। ২০১২ সালে পর্যন্ত দলটির হয়ে খেলেছেন তিনি। ২০১০ সালে গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে দায়িত্ব পান বোথা। তার আগে টি-টোয়েন্টির সহ অধিনায়ক ছিলেন তিনি। ২০১১ বিশ্বকাপের পরে ওয়ানডে অধিনায়কের দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন স্মিথ। তখনও স্মিথের পরিবর্তে ওয়ানডে অধিনায়কত্বও গিয়ে পড়েছিল বোথার কাঁধে। এর আগেও ২০১০ সালে নিয়মিত অধিনায়ক স্মিথের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করে সিরিজ জিতেছিলেন তিনি।

২০১২ সালে অবসর নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান বোথা। তারপর থেকে অস্ট্রেলিয়ায় নিয়মিত টুর্নামেন্ট খেলেছেন তিনি। তার ক্যারিয়ারে ছিল চোটের বড় আঘাত। মূলত ক্রমাগত চোটের কারণেই ২০১৯ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের পক্ষে খেলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন ৩৬ বছর বয়সী বোথা।

৩৮ বছর বয়সে এসে আবার সেই হোবার্ট হারিকেন্স দিয়েই ২২ গজে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার। এর মাঝে কোচিংয়ের কাজ করেছে বোথা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। তাছাড়া সিপিএল ও শেফিল্ড শিল্ডেও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসর ভেঙে বাইশ গজে ফিরলেন ইয়োহান বোথা

আপডেট সময় ০৭:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর নিজ দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট খেলে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়াতেই বেশি সময় কাটিয়েছেন ইয়োহান বোথা। দুই বছর আগে অস্ট্রেলিয়াতেই বিদায় নিয়েছিলেন ২২ গজ থেকে। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই আবার অবসর ভেঙে ক্রিকেট ফিরলেন তিনি।

২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিত অভিষেক হয়েছিল বোথার। ২০১২ সালে পর্যন্ত দলটির হয়ে খেলেছেন তিনি। ২০১০ সালে গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে দায়িত্ব পান বোথা। তার আগে টি-টোয়েন্টির সহ অধিনায়ক ছিলেন তিনি। ২০১১ বিশ্বকাপের পরে ওয়ানডে অধিনায়কের দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন স্মিথ। তখনও স্মিথের পরিবর্তে ওয়ানডে অধিনায়কত্বও গিয়ে পড়েছিল বোথার কাঁধে। এর আগেও ২০১০ সালে নিয়মিত অধিনায়ক স্মিথের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করে সিরিজ জিতেছিলেন তিনি।

২০১২ সালে অবসর নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান বোথা। তারপর থেকে অস্ট্রেলিয়ায় নিয়মিত টুর্নামেন্ট খেলেছেন তিনি। তার ক্যারিয়ারে ছিল চোটের বড় আঘাত। মূলত ক্রমাগত চোটের কারণেই ২০১৯ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের পক্ষে খেলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন ৩৬ বছর বয়সী বোথা।

৩৮ বছর বয়সে এসে আবার সেই হোবার্ট হারিকেন্স দিয়েই ২২ গজে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার। এর মাঝে কোচিংয়ের কাজ করেছে বোথা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। তাছাড়া সিপিএল ও শেফিল্ড শিল্ডেও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।