অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। তিনি হলেন, পাকুন্দিয়া উপজেলার পুটিয়া বটতলা গ্রামের জহুর আলীর ছেলে হাসেন (৩৫)।
পুলিশ জানান, কিশোরগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ভৈরব যাবার পথে কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও চারজন আহত হন। আহতদেরকে কটিয়াদী হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। চালক পালিয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























