অাকাশ জাতীয় ডেস্ক:
কচুয়ায় দুই টেলিভিশন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে কচুয়া উপজেলার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সংবাদ সংগ্রহের শেষে এ হামলার ঘটনা ঘটে। এতে বাংলাভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি মোঃ আলমগীর তালুকদার গুরুতর আহত হন। আহত বাংলাভিশন ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা আলমগীর তালুকদার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অনুষ্ঠান শেষে একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কাদের পলাশ স্ট্রেজ টেবিল থেকে একটি টিস্যু পেপার আনতে গেলে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ফসিউল বাধাঁ দিয়ে তাদের সাথে বাকবিতন্ডা জড়িড়ে পড়ে এবং তেড়েঁ এসে।
এসময় আলমগীর তালুকদার দু’পক্ষকে ঘটনাটি নিবৃত চেষ্টা করে। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর কথিত ছোট ভাই ও ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক দলবল নিয়ে সাংবাদিকের উপর মারমুখী আক্রমন করে।
সংবাদ পেয়ে কলেজের অধ্যক্ষ ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান দু’পক্ষকে সমঝোতার চেষ্টা করে। সমঝোতার পরে মোঃ আলমগীর তালুকদার তাঁর মোটর সাইকেল নিয়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে বের হবার সময় ফসিউল,ফয়সাল খান,মোশারফ হোসেন ও মাহবুবে রাব্বানি মানিকের নেতৃত্বে ২০/২৫ জন মোটরসাইকেল পথ গতিরোধ করে হামলা চালায়। এঘটনায় আলমগীর তালুকদার গুরুতর আহত হলে তাঁর সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
কচুয়া প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 



















